TRENDING:

টালায় বিস্ফোরক উদ্ধার কাণ্ডের মূল চক্রী গ্রেফতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টালায় বিস্ফোরক উদ্ধারে গ্রেফতার মূলচক্রী। শনিবার রাতে ওড়িশা থেকে মোস্তাফা শেখ ওরফে বোমা মোস্তাফাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।
advertisement

ভোটের আগে কলকাতায় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল কদিন আগেই। এসটিএফের জালে ধরা পড়ল বিস্ফোরক পাচারের মূলচক্রী মোস্তাফা শেখ।৮ মার্চ টালা ব্রিজের কাছে ২৭ বস্তা পটাশিয়াম নাইট্রেট বোঝাই লরি আটক করে কলকাতা পুলিশের এসটিএফ। সেদিনই লরির চালক ও খালাসি গ্রেফতার হয়। পরদিন রাতেই পূর্ব মেদিনীপুর থেকে আরেক অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাঁদের জেরা করেই মেলে বেশ কিছু তথ্য।

advertisement

উত্তর ২৪ পরগনা থেকে বরাত দেওয়া হয়েছিল ওড়িশার বালেশ্বরের কারখানা থেকে আনা হচ্ছিল বোমার মশলার উপকরণ পটাশিয়াম নাইট্রেট ৷ নির্বাচনের আগে বোমা তৈরির জন্যই বরাত ৷ পশ্চিম মেদিনীপুর থেকে চক্র চালায় এক ব্যক্তি ৷

ধৃতদের তথ্যে ভিত্তি করেই ওড়িশা থেকে মোস্তাফা শেখ ওরফে বোমা মোস্তাফাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিস্ফোরক পাচারের মূলচক্রী মোস্তাফা-বোমা তৈরিতে সিদ্ধহস্ত।-বোমা মোস্তাফা নামেই পরিচিত। -মোস্তাফা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা-ওড়িশা থেকে বিস্ফোরক এনে বীরভূম, হাওড়া, পূঃ মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করত৷ কোনও রাজনৈতিক দলের বরাতেই কী ভোটের আগে বিস্ফোরক আনা হয়েছিল? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
টালায় বিস্ফোরক উদ্ধার কাণ্ডের মূল চক্রী গ্রেফতার