সেক্টর ৪ অঞ্চলে যেখানে গতকাল থেকে অভিযান চলছে সেখানে নার্কটিক্স যোগও মিলেছে বলে অভিযোগ। উদ্ধার হেরোইন, ব্রাউন সুগার, নগদ টাকা। ২ জন গ্রেফতার। সেখানে টাকা গোণার মেশিনও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে, কোন মামলায় কী কারণে ওই অভিযান চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: 'তুমি এটা করো না, করতে পারো না', বাবুলকে ধমক মমতার! কী করেছেন মন্ত্রী?
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিউ টাউনে একটি কলসেন্টারে হানা দিয়ে প্রায় ৪ কোটি টাকার হদিশ পেয়েছিল পুলিশ। তবে শুধু নগদ টাকাই নয় অন্তত চারটি দামি গাড়ি, একাধি মূল্যবান ঘড়ি, টাকা গোণার মেশিন পুলিশ বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ৮-১০টি কলসেন্টার চালানো হত।
আরও পড়ুন: রাজ্য সরকারের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ শুভেন্দুর, রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা
বেশিরভাগ সেন্টার থেকেই ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হত। এরপর সেখান থেকে ব্ল্যাকমেলিং করে মোটা টাকা আদায় করা হত। নাকা চেকিংয়ের সময় পুলিশ প্রাথমিকভাবে কিছু ইঙ্গিত পেয়েছিল। এরপর পুলিশ নিউ টাউন এলাকায় তল্লাশি চালায়। সেখানেই পুলিশ বিপুল টাকার সন্ধান পায়। একাধিক বিলাসবহুল গাড়ির সন্ধানও পেয়েছে পুলিশ। কীভাবে এত টাকা ওই কলসেন্টারে জড়ো হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা প্রতারণার মাধ্য়মে এই টাকা আদায় করা হয়েছিল। সেটাই জমা করা হয়েছিল। তবে এই সেন্টারগুলি কতদিন ধরে চলছে তা পুলিশ খতিয়ে দেখছে।