TRENDING:

Park Circus Firing Update: ছুটি থেকে ফিরেই পার্ক সার্কাসে তাণ্ডব, জানা গেল সেই পুলিশকর্মীর পরিচয়

Last Updated:

এখনও পর্যন্ত জানা গিয়েছে, চরূপ লেপচা নামে সশস্ত্র বাহিনীর ওই কনস্টেবল আজই ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমিত সরকার ও সাহ্নিক ঘোষ
ঘটনাস্থলে পুলিশ৷
ঘটনাস্থলে পুলিশ৷
advertisement

#কলকাতা: পার্ক সার্কাসে তাণ্ডব চালানো আত্মঘাতী পুলিশকর্মীর পরিচয় জানা গেল৷ নিহত ওই পুলিশকর্মীর নাম চরূপ লেপচা৷ তিনি কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পাঁচ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন৷

এখনও পর্যন্ত জানা গিয়েছে, চরূপ লেপচা নামে সশস্ত্র বাহিনীর ওই কনস্টেবল আজই ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন৷ কাজে যোগ দেওয়ার পর আজই বাংলাদেেশর ডেপুটি হাই কমিশনের দফতরে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয় তাঁকে৷ সেখানে কাজে যোগ দিতে গিয়েই এই কাণ্ড ঘটান ওই পুলিশকর্মী৷

advertisement

আরও পড়ুন: পার্ক সার্কাসে এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলাও

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন ওই কনস্টেবল৷ কী কারণে ওই পুিলশকর্মী অবসাদে ভুগছিলেন, তা জানতে ওই কনস্টেবলের পরিবার এবং সহকর্মীদের সঙ্গেও কথা বলা হবে৷

advertisement

এ দিন দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিরাপত্তার কাজে গেলেও বাকি সহকর্মীদের সঙ্গে নির্দিষ্ট কিয়স্কে যাননি চরূপ৷ প্রায় এক ঘণ্টা এলাকায় ঘোরাঘুরি করার পর একটি বাড়ির নীচে ঢুকে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ তার পরেই বাইরে বেরিয়ে এসে এলোপাথারি গুলি চালাতে থাকেন ওই কনস্টেবল৷

আরও পড়ুন: ইনসাস হাতে এক ঘণ্টা ঘোরাঘুরি, তার পরেই এলোপাথারি গুলি! কী ঘটল পার্ক সার্কাসে?

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক অ্যাপ নির্ভর বাইকের পিছনের আসনে বসে থাকা মহিলাকে লক্ষ্য করে গুলি চালান ওই পুলিশকর্মী৷ প্রথমবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্য একটি গুলি লাগে বাইকের পিছনের আসনে বসে থাকা মহিলার শরীরে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা৷

বাইক চালকের পিঠেও গুলি লাগে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ যদিও তিনি পালিয়ে যেতে সক্ষম হন৷ এ ছাড়াও আরও এক জনের শরীরে গুলি লাগে বলে খবর৷ এর পর নিজের গলার নীচে গুলি করে আত্মঘাতী হন ওই কনস্টেবল৷ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রবীণ ত্রিপাঠী অবশ্য গুলিবিদ্ধ মহিলার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ গুলি চালানোর আগে ওই কনস্টেবলের গতিবিধি জানতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus Firing Update: ছুটি থেকে ফিরেই পার্ক সার্কাসে তাণ্ডব, জানা গেল সেই পুলিশকর্মীর পরিচয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল