TRENDING:

Ultadanga Hotel Police Raid: দুই ঘরে দুই নাবালিকা এবং তরুণী, উল্টোডাঙার হোটেলে পুলিশের হানা! নাবালিকা পাচারকারী সহ গ্রেফতার ৫

Last Updated:

বৃহস্পতিবার বিকেলে উল্টোডাঙার গুরুদাস দত্ত লেনের একটি হোটেলে হানা দিয়ে চব্বিশ বছরের ওই তরুণী এবং ১৫ বছরের নাবালিকাককে উদ্ধার করে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উল্টোডাঙা এলাকার একটি হোটেলে হানা দিয়ে এক তরুণী এবং এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ৷ অভিযোগ, পাচারের উদ্দ্যেশ্যে ওই দু জনকে নিয়ে আসা হয়েছিল৷ তাঁদের দেহ ব্যবসায় নামানোর উদ্দ্যেশ্যেই পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের৷
উল্টোডাঙার হোটেলে পুলিশের হানা৷ প্রতীকী ছবি
উল্টোডাঙার হোটেলে পুলিশের হানা৷ প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে উল্টোডাঙার গুরুদাস দত্ত লেনের একটি হোটেলে হানা দিয়ে চব্বিশ বছরের ওই তরুণী এবং ১৫ বছরের নাবালিকাককে উদ্ধার করে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট৷ এই ঘটনায় এক নাবালিকা সহ ৫ জন পাচারকারীকে করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, ধৃত নাবালিকাও এই পাচার চক্রের সঙ্গে যুক্ত৷

advertisement

জানা গিয়েছে, হোটেলের দুটি ঘর থেকে এই নাবালিকা এবং তরুণীকে উদ্ধার করা হয়৷ ঘটনাস্থল থেকে ৫০০০ হাজার টাকার জাল নোট, কন্ডোম সহ বিভিন্ন সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ৷

পুলিশের দাবি, এই পাচার চক্রের মূল পাণ্ডা উত্তর দিনাজপুরের কুশমুণ্ডি এলাকার বাসিন্দা শুভ্রজ্যোতি বিশ্বাস নামে এক ব্যক্তিকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে৷ এ ছাড়াও হোটেলের ম্যানেজার বিহারের সিসওয়ান জেলার বাসিন্দা হিমাংশু সিং এবং পূর্ব মেদিনীপুরের এগরার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

উদ্ধার হওয়া নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ৷ অন্যদিকে উদ্ধার হওয়া তরুণী বাডি় ফিরে গিয়েছেন৷ ধৃত নাবালিকাকে এ দিনই জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়৷ বাকি অভিযুক্তদেরও আদালতে পেশ করেছে পুলিশ৷ হোটেলটি তালাবন্ধ করে দিয়েছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ultadanga Hotel Police Raid: দুই ঘরে দুই নাবালিকা এবং তরুণী, উল্টোডাঙার হোটেলে পুলিশের হানা! নাবালিকা পাচারকারী সহ গ্রেফতার ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল