TRENDING:

মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল কলকাতা পুলিশ

Last Updated:

গতকালের একটা দুর্ঘটনা যেন বিবস্ত্র করে দিয়েছে সুপ্রাচীন এই ঐতিহ্যের যাবতীয় গরিমাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ লজ্জা কোথায় ঢাকবে কলকাতার লাইফ লাইন? শহরের গর্ব মেট্রো রেল? গতকালের একটা দুর্ঘটনা যেন বিবস্ত্র করে দিয়েছে সুপ্রাচীন এই ঐতিহ্যের যাবতীয় গরিমাকে ৷
advertisement

পার্ক স্ট্রিট স্টেশনে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে বারবার উঠে আসছে মেট্রো রেল কর্তপক্ষের গাফিলতির বিষয়টি ৷ সাম্প্রতিককালে বারবার পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা মেট্রোকে ৷ কখনও রেক বিকল হয়ে যাওয়া, কখনও আবার এসি রেকে আগুন, কখনও স্বয়ংক্রিয় দরজা বন্ধ না হওয়ার মতো একাধিক সমস্যায় জর্জরিত মেট্রো ৷ কিন্তু এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেল ৷

advertisement

গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মেট্রোতে ওঠার সময় কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের (৬৬) হাত আটকে যায় মেট্রোর দরজায় ৷ কিন্তু সেই দরজা আর খোলে না ৷ ঝুলন্ত সজলবাবুকে নিয়েই ছুটতে শুরু করে ট্রেন ৷ যাঁর পরিণতি হয় শোচনীয় ৷ মারা যান সজলবাবু ৷

ঘটনায় বারবার প্রশ্ন উঠছে মেট্রোর সুরক্ষা নিয়ে ৷ ইতিমধ্যেই এদিনর দায়িত্বে থাকা চালক ও গার্ড-কে সাসপেন্ড করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, আজ মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই মেট্রো রেলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় শেক্সপিয়র সরণী থানায় জোড়া মামলা রুজু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল কলকাতা পুলিশ