পার্ক স্ট্রিট স্টেশনে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে বারবার উঠে আসছে মেট্রো রেল কর্তপক্ষের গাফিলতির বিষয়টি ৷ সাম্প্রতিককালে বারবার পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা মেট্রোকে ৷ কখনও রেক বিকল হয়ে যাওয়া, কখনও আবার এসি রেকে আগুন, কখনও স্বয়ংক্রিয় দরজা বন্ধ না হওয়ার মতো একাধিক সমস্যায় জর্জরিত মেট্রো ৷ কিন্তু এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেল ৷
advertisement
গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মেট্রোতে ওঠার সময় কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের (৬৬) হাত আটকে যায় মেট্রোর দরজায় ৷ কিন্তু সেই দরজা আর খোলে না ৷ ঝুলন্ত সজলবাবুকে নিয়েই ছুটতে শুরু করে ট্রেন ৷ যাঁর পরিণতি হয় শোচনীয় ৷ মারা যান সজলবাবু ৷
ঘটনায় বারবার প্রশ্ন উঠছে মেট্রোর সুরক্ষা নিয়ে ৷ ইতিমধ্যেই এদিনর দায়িত্বে থাকা চালক ও গার্ড-কে সাসপেন্ড করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সূত্রের খবর, আজ মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷
ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই মেট্রো রেলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় শেক্সপিয়র সরণী থানায় জোড়া মামলা রুজু করেছে পুলিশ।