সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভ্রূণের কথা বলেন ডিসি সাউথ ওয়েস্ট ৷ সে সময় ঘটনাস্থলে গিয়েছিলেন গোয়েন্দা প্রধানও ৷ সওয়া সাতটায় বদলে যায় বয়ান ৷ প্যাকেট গুলি কাটার পরই তার থেকে পাওয়া যেতে শুরু করে ব্যান্ডেজ ৷
হরিদেবপুর নিয়ে ডিসি-র সাফাই দেন ময়নাতদন্তের জন্যই পাঠানো হয়েছিল ১৪ প্যাকেট ৷ চিকিৎসকরা জানান, প্যাকেটে হিউম্যান টিস্যু নেই ৷ প্যাকেটে কী রয়েছে, তা দেখতে চাই এরপর এমনটাই বলতে শুরু করেন ডিসি সাউথ-ওয়েস্ট নীলাঞ্জন বিশ্বাস ৷
advertisement
এদিকে এর আগে ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় সরগরম হয়ে ওঠে কলকাতা ৷ এক নয় দুই নয়, একসঙ্গে ১৪ জন শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল কলকাতার হরিদেবপুর থেকে ৷
পাঁচিল ঘেরা পরিত্যক্ত জমিতে ১৪ শিশুর দেহ উদ্ধার ঘিরে এলাকায় দারুণ চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ঘটনাটি রাজা রামমোহন সরণির ৷ বস্তাবন্দি অবস্থায় ছিল দেহগুলি ৷
পরিত্যক্ত হিসেবে এলাকায় জমিটি পরে থাকলেও এই জমিটি এখন বালাসেরিয়া গ্রুপের ৷ ৭২ কাঠার বিশাল জমিতে শুরু হয়েছিল প্রোমোটিং ৷ সেখানেই কাজের সময় এই দেহগুলি উদ্ধার হয় ৷ জমির মালিকদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ উদ্ধার হওয়া দেহগুলির পোস্টমর্টেম করা হবে পুলিশের পক্ষ থেকে জানা গেছে ৷
আরও পড়ুন - নিজেকে জীবন্ত কঙ্কাল বানালেন ২২ বছরের যুবক, কেটে ফেললেন অর্ধেক নাক, কান
জঙ্গল পরিষ্কার করতেই মেলে একের পর এক দেহ ৷ ঘটনাস্থলে পুলিশ কমিশনার, মেয়র ৷ তদন্ত করতে পৌঁছে গেছেন লালবাজারের গোয়েন্দারা ৷ ওই জমিতে আরও দেহ থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ কীভাবে ভ্রূণ বা একেবারে সদ্যোজাত দেহগুলি এল তা নিয়ে স্থানীয় নার্সিংহোম গুলির সঙ্গেও কথা হয় ৷