আরও পড়ুন - ফিরছে স্মৃতি! কলকাতায় ফের পাওয়া যাবে বাজাজ চেতক, মাত্র ২ হাজারে শুরু হচ্ছে বুকিং
নতুন এই কন্ট্রোল রুমে থাকছে কলকাতা পুরসভা, দমকল, বিপর্যয় মোকাবিলা দল, পিডাব্লুডি-সহ একাধিক দফতরের প্রতিনিধিরা। এক জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন এই কন্ট্রোল রুমে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা পুলিশের ন'টি ডেপুটি কমিশনার অফিসে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের। চার কর্মীকে দেওয়া হয়েছে গাছ কাটার মেশিন, লোহা কাটার মেশিন, দড়ি, কাটারি-সহ একাধিক সামগ্রী।
advertisement
আরও পড়ুন - যেন দানবের ডাক, ভূতুড়ে আর্তনাদ! নাসার প্রকাশ করা ব্ল্যাক হোলের শব্দ হাড়হিম করবে, শুনুন
এদিকে কলকাতার গঙ্গা ঘাটগুলোতে আরও নজরদারিতে জোর দিয়েছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকালে গঙ্গার ঘাটগুলোয় মাইকিং করতে দেখা যায় রিভার ট্রাফিক পুলিশকে। মূলত গঙ্গার ধারে প্রয়োজন ছাড়া আসতে নিষেধ করা হয় কলকাতা রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার শহরের বেশ কিছু উচু বাতি স্তম্ভ নামিয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। তাদের এক কর্মী জানান, বিপর্যয়ের আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উচু বাতি স্তম্ভ নামিয়ে বিপদমুক্ত করার কাজ চালানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার কলকাতা পুলিশের নজরও রাখা হয়েছিল। মূলত থানাগুলোতে বিশেষ করে নজরদারির কথাই বলা হয়েছে, বিপর্যয়ের কোন খবর পৌছানো মাত্রই যেন ঘটনাস্থলে পৌঁছাতে পারে পুলিশ সেই কথাই বলা হয়েছে। শহরের বিভিন্ন খবর বা বিপর্যয়ের খবর প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে লালবাজারের তরফে।
Susovan Bhattacharjee