কলকাতা: সন্তোষপুর পিরডাঙ্গার খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর থানার অন্তর্গত সন্তোষপুর পিরডাঙ্গার খাল থেকে বছর বত্রিশের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে সোমবার। স্থানীয়রা প্রথমে পিরডাঙ্গার খালে যুবকের দেহ ভাসতে দেখেন। এরপর খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানায়।
advertisement
ঘটনাস্থলে এসে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শেখ সিরাজুল। বয়স ৩২ বছর। ওই যুবক পেশায় একজন শ্রমিক।
ওই যুবকের বাড়ি মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর ফকিরপাড়ায়। তবে বাড়ি থেকে বেশ কিছু দূরে কীভাবে ওই যুবকের দেহ খালে পাওয়া গেল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। গোটা ঘটনা খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার পুলিশ। যুবকের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
