TRENDING:

আনিস কাণ্ডের ছায়া গল্ফগ্রিনে! পুলিশি তদন্তে আস্থা নেই, CBI তদন্ত চেয়ে আদালতের পথে সাহা পরিবার

Last Updated:

Kolkata News: পুলিশি ভূমিকায় প্রশ্ন তুলে চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গল্ফগ্রিন কাণ্ডে মৃতের পরিবার সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল। আজ সোমবার এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে কথা বলে সম্ভবত চলতি সপ্তাহেই আদালতের দ্বারস্থ হতে চলেছে সাহা পরিবার। পুলিশের মারে মৃত্যুর অভিযোগ ওঠে দীপঙ্কর সাহার।
সিবিআই তদন্তের দাবি
সিবিআই তদন্তের দাবি
advertisement

মৃত দীপঙ্করের দাদা রাজীব সাহার বক্তব্য,' কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে। তাই ঘটনার প্রকৃত বিচার চেয়ে  আমরা সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি'। প্রসঙ্গত, রাজীব সাহা সক্রিয় বিজেপি কর্মী। গত কলকাতা পুরসভা নির্বাচনে তিনি দলের প্রার্থীও হয়েছিলেন। বিজেপি পরিবারের সদস্য হওয়ার কারণেই শাসক দলের নির্দেশে পুলিশ তাঁর ভাইকে 'খুন' করেছে  বলে অভিযোগ উঠছে।

advertisement

আরও পড়ুন : এক জেলায় ১২ জনের মৃত্যু! 'গাফিলতি' প্রশ্নে মাতৃত্বকালীন মৃত্যু ঠেকাতে কড়া পদক্ষেপের পথে নবান্ন!

গোটা ঘটনায় আনিশ কান্ডের ছায়া দেখছে সাহা পরিবার।  দীপঙ্করের মা প্রতিমা সাহা কলকাতার পুলিশ কমিশনার এবং গল্ফগ্রিন থানার ওসির কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে সাব ইন্সপেক্টর তামাং ও কনস্টেবল তৈমুর আলিকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।  সিভিক ভলেন্টিয়ার আফতাবকেও বসিয়ে দেওয়া হয়েছে। তবে মারধরের কথা অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, দীপঙ্করকে কিছুক্ষণের জন্য থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে কোনও ভাবেই মারধর করা হয়নি'।

advertisement

আরও পড়ুন : ঘোড়ার পরে ট্রেনে এবার...! 'সহযাত্রী'কে দেখে আঁতকে উঠলেন মানুষ! Viral Video দেখে আতান্তরে রেল কর্তারাও, দেখুন...

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ সাহা পরিবার। পুলিশের অকথ্য অত্যাচারেই মৃত্যু হয়েছে বলে দাবিতে অনড় পরিবার।  জানা গিয়েছে, ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতায় গল্ফগ্রিন থানা এলাকার আজাদগড় এলাকায় । অভিযোগ, গত ৩১ জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ দীপঙ্কর সাহা নামে এক যুবককে গল্ফ গ্রিন থানার কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলেন্টিয়ার আফতাব ডেকে নিয়ে যায়। সেই সময় দীপঙ্কর এবং দীপঙ্করের মা ডাকার কারণ জিজ্ঞাসা করলে ওই পুলিশকর্মীরা কিছু না জানিয়ে তাঁকে নিয়ে চলে যায়। দীপঙ্করের পরিবারের অভিযোগ, দুপুর বেলা ডেকে নিয়ে যাওয়ার পর পুলিশ থানায় না নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে তাঁকে। অবশেষে সাব-ইন্সপেক্টর তামাং, তৈমুর এবং আফতাব এই  তিনজন অমানুষিক মারধর করে দীপঙ্করকে, তার ফলেই মৃত্যু হয়। এমনটাই অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আনিস কাণ্ডের ছায়া গল্ফগ্রিনে! পুলিশি তদন্তে আস্থা নেই, CBI তদন্ত চেয়ে আদালতের পথে সাহা পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল