পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটেছে এই ঘটনা। মৃত যুবতীর নাম কৃষ্ণা দে। বয়স ২১ বছর। অভিযুক্তের নাম শুভেন্দু দাস। বয়স ৩২ বছর।
আরও পড়ুন: অর্থ-উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন মহুয়ার? বিজেপির বিস্ফোরক অভিযোগে পাল্টা TMC সাংসদের
জানা গিয়েছে, এক বছর আগে রেজিস্ট্রি বিয়ে হয় কৃষ্ণা ও শুভেন্দুর। কিন্তু মেয়েটির বাড়ির লোকের মত ছিল না। সংসারও খুব সুখের ছিল না দুজনের। ডিভোর্স কেস ফাইল হয়েছিল। শুভেন্দু পেশায় টালিগঞ্জ – বেহালা চৌরাস্তা রুটের অটো চালক।
advertisement
আরও পড়ুন: বিজেপির অন্দরের বিক্ষোভ ‘ইতিবাচক’! ‘মিষ্টি গাছের ফল’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
রবিবার রাতে হরিদেবপুরের রামকৃষ্ণপল্লি বাড়িতেই আক্রান্ত হন কৃষ্ণা। তাঁকে বেশ কয়েকবার কোপানো হয়। কোপ বসানো হয় গলাতেও। ওই অবস্থাতেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কৃষ্ণাকে।
চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কৃষ্ণাকে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দুও। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় কৃষ্ণার বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।