বার্তায় জানানো হয়েছে,
১) কলকাতা পৌরসভার সমস্ত অফিসের ছুটি বাতিল। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবিশেষ অনুমতিতেই ছুটি মিলবে।
২) সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে; বিশেষ করে রাতের সময়।
৩) টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পৌরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে।
advertisement
৪) দিনে এবং রাতে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে।
৫) বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য) এবং ত্রাণ(চাল ডাল সহ শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে।
৬) ২৪ ঘন্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে।
৭) বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়।
প্রসঙ্গত, এই নির্দেশের অর্থ শনিবার, রবিবার ছুটি বাতিল নয়। বা আগামীকালের ছুটি বাতিল নয়। শুধু আধিকারিক কর্মীরা নিজেদের ছুটি নতুন করে আর নিতে পারবেন না।