TRENDING:

বিপিএল তালিকা থেকে ডোমিসাইল সার্টিফিকেট, রাজ্য সরকারের কাছে প্রস্তাব আনছে কলকাতা পুরসভা

Last Updated:

বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটের বিকল্প প্রস্তাব আনা হবে ক্যাবিনেটে বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: বিপিএল তালিকা থেকে ডোমিসাইল সার্টিফিকেট। রাজ্য সরকারের কাছে প্রস্তাব আনছে কলকাতা পুরসভা। সারা বছরই যাতে বিপিএল তালিকায় নাম ওঠানো ও নাম বাতিল করা যায় সেই প্রস্তাব আনবে কলকাতা পুরসভা। অন্যদিকে আধার কার্ড থাকতেও কেন নির্দিষ্ট আধিকারিকদের দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে এই প্রশ্ন উঠেছে কলকাতা পৌরসভার অধিবেশনে। সভাপতি রাজ্য সরকারের কাছে সার্টিফিকেট এর সরলিকরণের প্রস্তাব আনতে চলেছে পুরসভা । কলকাতা পৌরসভার অধিবেশনে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।
advertisement

বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেটের বিকল্প প্রস্তাব আনা হবে ক্যাবিনেটে বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- শুভেন্দু মঞ্চ ছাড়তেই আসানসোলে কম্বল নিতে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা, বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ, পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার

বিএলআরও মিউটেশন নিয়ে পুরসভার অধিবেশনে প্রশ্ন তোলেন বেহালার কাউন্সিলর রত্না শূর। অধিবেশনে প্রস্তাব আনেন বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির দাবিদারদের এফিডেভিটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক। বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে এই জটিলতা দূর করে পদ্ধতি সহজ করা হোক।

advertisement

এই বিষয় বিকল্প প্রস্তাব আনা হবে ক্যাবিনেটে। এদিন অধিবেশনে রত্না সুর বলেন, কলকাতা কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সরকারি দলিল, পুরসভার করের বিল থাকার পরেও বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে স্থানীয় পুর প্রতিনিধিদের পক্ষে এই সার্টিফিকেট দেওয়া ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নজরে নদিয়া, রানাঘাটে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

advertisement

মেয়র ফিরহাদ হাকিম রত্না সুরের প্রশ্নের উত্তরে বলেন, এই অধিবেশনে বা পুরসভার আওতাধীন বিষয় নয় বিএলআরও। তবে কাজ যাতে সহজ হয় তাই জমি সংক্রান্ত অফিস আমাদের কর্পোরেশনে আনা হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখন প্রচার হচ্ছে নতুন করে নাগরিকত্ব দেওয়া নিয়ে। যার আধার কার্ড, ভোটার কার্ড আছে সে তো নাগরিকই। আবার কেন নতুন কার্ড? এটাও অনেকটাই তেমন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কারো পরিবার বা তাদের সম্পত্তি সম্পর্কিত বিষয় কাউন্সিলরদের জানা সম্ভব নয়। তাদের কাছে করের বিল থাকলে আলাদা করে ডোমিসাইল সার্টিফিকেটর দরকার কেন? তার বদলে আধার কার্ডের উপর ভিত্তি করে সেলফ ডিক্লিয়ারেশন দেবেন সংশ্লিষ্ট ব্যক্তি। সেটাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাটেস্ট করাতে হবে। এই নিয়ম করার জন্য আমি আগামী ক্যাবিনেটে প্রস্তাব আনব বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিপিএল তালিকা থেকে ডোমিসাইল সার্টিফিকেট, রাজ্য সরকারের কাছে প্রস্তাব আনছে কলকাতা পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল