মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১৭ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে আপ লাইনে দমদমগামী মেট্রো ঢুকছিল। তখনই আচমকা গাড়ির সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনে পরিষেবা ব্যাহত হয়। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা ছ’টা থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে।
advertisement
ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অফিসফেরত যাত্রীরা। অনেকেই স্টেশনে গিয়ে জানতে পারছেন পরিষেবা বন্ধের কথা। ফলে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করেন যাত্রীরা। ভিড় বাড়তে থাকে বাসগুলিতে। ট্র্যাক্সি বা অ্যাপ ক্যাব বুক করে অনেকে বাড়ি ফেরার চেষ্টা করেন।
এর আগেও একাধিকবার আত্মহত্যার ঘটনা ঘটেছিল মেট্রোতে। বার বার কেন ঠিক এই এই লাইনেই আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রবণতা ঠেকাতে একাধিক পদক্ষেপ করে মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে বসানো হয় গার্ডরেল । কিন্তু বিশেষ লাভ হয়নি। ফের সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী।
