ব্লু লাইন বা নর্থ সাউথ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলাচলকারী মেট্রোর এই শাখায় রোজ চলে ২৮৮টি মেট্রো সার্ভিস। আগামিকাল ৭ মার্চ দোলযাত্রার দিন সেই জায়গায় এই শাখায় চলবে মাত্র ৬০টি মেট্রো সার্ভিস। দুপুর ২.৩০ টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।
আরও পড়ুনঃ আগামিকাল দোলে বাতিল শিয়ালদহ-হাওড়া শাখার বহু ট্রেন, দেখে নিন তালিকা
advertisement
দুপুর ২.৩০'টের দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে।
কবি সুভাষগামী একটি মেট্রো ছাড়বে দমদম থেকেদক্ষিণেশ্বর গামী একটি মেট্রো ছাড়বে দমদম থেকেকবি সুভাষগামী একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে।শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।
৮ মার্চ, হোলির দিন প্রথম এবং শেষ মেট্রো চলার সময় অপরিবর্তিত থাকলেও ২৮৮ টি সার্ভিসের পরিবর্তে ১৮৮টি সার্ভিস সেদিন চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এর মধ্যে।
গ্রীন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রো:
৭ মার্চ ১০৬টি সার্ভিসের পরিবর্তে শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে চলবে ২২টি মেট্রো সার্ভিস। দুপুর তিনটে থেকে পরিষেবা শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোয়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮'টায়।
৮ মার্চ তারিখে হোলির দিন পরিষেবা শুরুর এবং শেষের সময় অপরিবর্তিত থাকলেও ১০৬টি মেট্রো সার্ভিসের পরিবর্তে সেদিন চলবে ৯০টি মেট্রো সার্ভিস।
পার্পল লাইন বা জোকা - তারাতলা মেট্রো:
দোলের দিন পুরোপুরি পরিষেবা বন্ধ থাকবে এই লাইনে। ৮ মার্চ হোলির দিন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে।