TRENDING:

Kolkata Metro: কব্জির কাছে পোড়া দাগ, থার্ড লাইনে হাত...২৪ ঘণ্টা পার! এখনও অধরা, কীভাবে টানেলে ঢুকলেন ওই ব্যক্তি?

Last Updated:

প্রাক্তন রেল আধিকারিক সঞ্জয় ঘোষ অবশ্য বলছেন, এটা একটা চূড়ান্ত গাফিলতি। মেট্রো রেল ওপেন সেকশন নয়।কীভাবে মেট্রোর টানেলে ঢুকলেন ব্যক্তি? আরপিএফ-সিসি ক্যামেরায় নজরদারি কোথায়? সিসি ক্যামেরার লাইভ ফিড দেখা যায় সিকিউরিটি কন্ট্রোলে। এতজন মানুষের নজর এড়িয়ে কিভাবে একজন গেলেন টানেলে? মেট্রো রেল ভবঘুরেদের জায়গা নিশ্চিত নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা মেট্রোর সুড়ঙ্গে যুবকের দেহ উদ্ধার। বৃহস্পতিবার রাতে পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে দেহ উদ্ধার করে আরপিএফ। কীভাবে সকলের নজর এড়িয়ে টানেলে ঢুকে পড়লেন ওই ব্যক্তি? আরপিএফই বা কী করছিল? মেট্রোর নিরাপত্তা নিয়েছে উঠছে প্রশ্ন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেট্রো কর্তৃপক্ষ জানাতে পারেননি কোন পথ ধরে ওই ব্যক্তি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের টানেলে ঢুকেছিলেন।
News18
News18
advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ৫ নাগাদ এক ব্যক্তি পার্কস্ট্রিট স্টেশন থেকে টানেলে ঢোকেন। ট্র্যাক ধরে এগিয়ে যান। ১১ টা ৫ নাগাদ পার্কস্ট্রিটমুখী মেট্রো চালক ট্র্যাকের পাশে কিছু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পার্কস্ট্রিট স্টেশনে খবর দেন। দেহ উদ্ধার করে আরপিএফ। ওই ব্যক্তি মেট্রো ট্র্যাক এবং থার্ড লাইনের মাঝে পড়েছিলেন৷ ডান হাত ছিল থার্ড লাইনে। কবজির কাছে পোড়া। এভাবে টানেল থেকে দেহ উদ্ধারের ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুন: যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ হাজার টাকা! স্বাধীনতা দিবসের দিন বড় সুখবর দিলেন মোদি…কারা পাবেন সুবিধা?

একজন কীভাবে টানেলে ঢুকে পড়লেন? সিসি ক্যামেরায় নজরদারি কোথায়? প্ল্যাটফর্মে থাকা আরপিএফদের নজরে কেন পড়ল না? কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জাানিয়েছেন, সাধারণ মানুষকে বারবার সচেতন করা হয়, কোন অংশ প্ল্যাটফর্মের ব্যবহার করা যাবে, কোন অংশ নেয়। টানেলে সাধারণ যাত্রীর যাওয়ার কথাই নয়। সেখানে বোর্ড অবধি ঝোলানো আছে। এরপরেও তা উপেক্ষা করে একজন কিভাবে পৌঁছে গেলেন সেটা বড় অদ্ভুত। আমরা বিষয়টিকে সহজ ভাবে নিচ্ছি না। আইজি সিকিওরিটি তদন্ত করবেন। কোথায় ফাঁক ফোকর রয়েছে তা খুঁজে অবশ্যই বার করা হবে।

advertisement

আরও পড়ুন: আমূল বদলে যাবে GST-র নিয়ম…সস্তা হবে জিনিসপত্র! অক্টোবরেই আসছে ‘ডাবল দিওয়ালি’, ঘোষণা মোদির

প্রাক্তন রেল আধিকারিক সঞ্জয় ঘোষ অবশ্য বলছেন, এটা একটা চূড়ান্ত গাফিলতি। মেট্রো রেল ওপেন সেকশন নয়।কীভাবে মেট্রোর টানেলে ঢুকলেন ব্যক্তি? আরপিএফ-সিসি ক্যামেরায় নজরদারি কোথায়? সিসি ক্যামেরার লাইভ ফিড দেখা যায় সিকিউরিটি কন্ট্রোলে। এতজন মানুষের নজর এড়িয়ে কিভাবে একজন গেলেন টানেলে? মেট্রো রেল ভবঘুরেদের জায়গা নিশ্চিত নয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: কব্জির কাছে পোড়া দাগ, থার্ড লাইনে হাত...২৪ ঘণ্টা পার! এখনও অধরা, কীভাবে টানেলে ঢুকলেন ওই ব্যক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল