যে ৫৭ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারণের অনুমতি মিলেছে, তার মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো৷ এই ২৯ কিলোমিটারের মধ্যে অন্তত ১৯ কিলোমিটার অংশে ২০২৬ সালের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু করা হবে৷
ই এম বাইপাসের উপরে চিংড়িহাটায় মেট্রোর সম্প্রসারণের যে কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৬ এর ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব হবে।
advertisement
এর পাশাপাশি ২০২৯ সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে ধর্মতলার মধ্যে বাকি থাকা কাজ শেষ করা সম্ভব হবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ এর মধ্যে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো আসবে সুড়ঙ্গ দিয়ে৷ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে৷
