TRENDING:

Kolkata Metro Rail: মাঝে আর মাত্র একটা দিন, রবিবারই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো

Last Updated:

রবিবার মিলেছে পঞ্জিকা মতে শুভ যোগ। তাই পবিত্র গঙ্গার নীচে দিয়েই দৌড় শুরু করবে, মেট্রো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুভশ্য শীঘ্রম। চৈত্র্য মাস নিয়ে বাঙালির খুঁতখুতানি থাকলেও, রবিবার মিলেছে পঞ্জিকা মতে শুভ যোগ। তাই পবিত্র গঙ্গার নীচে দিয়েই দৌড় শুরু করবে, মেট্রো ৷ হোক না এটা ট্রায়াল রান৷ তবু দৌড়বে তো! কথা ছিল মঙ্গল দুপুরে হবে শুভ সূচনা৷ তা হতে চলেছে রবিবাসরীয় দুপুরে। আর তাতেই সাজ-সাজ রব হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড জুড়ে৷
advertisement

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই গঙ্গার নীচে দৌড়বে মেট্রো,আগেই জানিয়েছিল নিউজ ১৮ বাংলা। মহাকরণ থেকে হাওড়া ময়দান ট্রায়াল রান শুরু হবে আগামী ৮ এপ্রিল। বউবাজারের পূর্বমুখী টানেল দিয়ে আসবে মেট্রোর রেক। বিশেষ পদ্ধতিতে ট্রেন নিয়ে আসা হবে।

হাওড়া ময়দান থেকে মহাকরণ রেলের লাইন বসানোর কাজ সম্পূর্ণ। বউবাজারের কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালুর ভাবনাচিন্তা করছে মেট্রো কর্তৃপক্ষ।

advertisement

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে ট্রায়াল রান। ইতিমধ্যেই শেষ হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ। বিদ্যুতায়নের কাজও সম্পূর্ণ। কিন্তু বউবাজার বিপর্যয়ের জেরে মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ না হওয়ায় আনা যাচ্ছিল না কোনও রেক। সম্প্রতি বউবাজারে সেই কাজ শেষ করেছে নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল।

তবে মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিদ্যুতায়ন না হওয়ায় রেক আনা হবে টেনে। বউবাজারে সাইড ওয়াল তৈরি শুরু হয়েছে। প্রায় ২ মিটার কাজ শেষ। দেওয়াল প্রায় ৯ মিটার পর্যন্ত হবে। দেওয়াল তৈরি হয়ে গেলে ছাদের কাজ শুরু হবে। কিছু ব্র্যাকিং আছে যেগুলো সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে তৈরি হয়েছিল। সেই ব্র্যাকিংগুলিও সরিয়ে ফেলতে হবে। তারপরই হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ৫-এর সঙ্গে যুক্ত হবে বউবাজার। তবে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে টেনে আনা হবে রেক।

advertisement

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু হলে, দেশের মধ্যে প্রথম কলকাতায় মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গঙ্গার গভীরতা ১৩ মিটার। তার আরও ১৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। ২০১৮ সালে ৬৬ দিনে শেষ হয় গঙ্গার নীচে টানেল তৈরি। গঙ্গার নীচে লাইনের দৈর্ঘ্য সাড়ে ৫০০ মিটার। ২০১৯ সালে প্রথমবার, বউবাজারে বিপর্যয় ঘটে। ২০২২ সালে দ্বিতীয়বার ফাটল দেখা দেয় এই কংক্রিট বেস স্ল্যাব তৈরির সময়। দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। ফলে বউবাজার নিয়ে বারবার সমস্যায় পড়তে হয় মেট্রোকে। এ বার মেট্রোর সল্টলেক কারশেড থেকে হাওড়া ময়দান পৌঁছনোর অপেক্ষা। তারপর হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত দৌড়বে মেট্রো।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: মাঝে আর মাত্র একটা দিন, রবিবারই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল