TRENDING:

Kolkata Metro: দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা! রবিবার দিনভর হয়রানির পর যাত্রীদের স্বস্তি

Last Updated:

মেরামতি কাজ শেষ হলেও সোমবার সকাল থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন মেট্রো আধিকারিকদের একাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: থার্ড রেলে বড়সড় বিভ্রাটের জেরে রবিবার প্রায় আট ঘণ্টা নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছিল৷ সোমবার সপ্তাহের প্রথম দিনও শুরু থেকেই দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা নিয়েও সংশয় তৈরি হয়৷ তবে এ দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ দক্ষিণেশ্ব এবং নোয়াপাড়ার মধ্যে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ ফলে হয়রানির মুখে পড়তে হয়নি যাত্রীদের৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রবিবার দুপুরে থার্ড রেলে বিভ্রাটের জেরে বরানগর স্টেশনের কাছে আটকে যায় মেট্রোর একটি রেক৷ এর পর ট্রেন থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে শুরু হয় মেরামতির কাজ৷ কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি৷ রেকটি সরানো গেলেও থার্ড রেলের সমস্যা মেটাতে রাত প্রায় দশটা বেজে যায়৷ ফলে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়৷

advertisement

আরও পড়ুন: ফেসবুকে ডিপি বদলের নয়া খেলায় মেতেছেন? মুহূর্তে লুঠ হবে অ্যাকাউন্টের টাকা, সাবধানবাণী সাইবার বিশেষজ্ঞদের

মেরামতি কাজ শেষ হলেও সোমবার সকাল থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন মেট্রো আধিকারিকদের একাংশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

থার্ড রেলে বা রেকে বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হওয়া মেট্রো রেলে নতুন কিছু নয়৷ কিন্তু এ ভাবে দীর্ঘক্ষণ একাংশে পরিষেবা বন্ধ থাকার ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন৷ এই ঘটনায় মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকাতেও মেট্রো রেলের জেনারেলের ম্যানেজার যারপরনাই ক্ষুব্ধ বলেই সূত্রের খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা! রবিবার দিনভর হয়রানির পর যাত্রীদের স্বস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল