এর মধ্যে ১.০৯.২৫ তারিখে ৮.০৭ লক্ষেরও বেশি যাত্রী মেট্রোতে ভ্রমণ করেছেন। ০৪.০৯.২৫ তারিখে মেট্রো রেল ৭.৮৬ লক্ষেরও বেশি যাত্রী পরিবহণ করেছে। ০৬.০৯.২৫ তারিখে, ৭.১৩ লক্ষেরও বেশি সপ্তাহান্তের যাত্রী, মূলত পুজোর শপিংয়ের জন্য মেট্রোতে ভ্রমণ করেছেন। সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে গড়ে প্রতিদিন ৭.৪৯ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন। গ্রিন লাইনেও ১ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর ২ লক্ষেরও বেশি যাত্রী পরিবহণ করেছিলেন। এর আগে, ২৫ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে গত সপ্তাহে মেট্রো রেলওয়ের সমস্ত করিডোরে মোট ৪৯.১৮ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন।
advertisement
আরও পড়ুন– উত্তরে দুর্যোগ চললেও দক্ষিণে আপাতত বিরতি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ব্যাপক প্রচারের কারণে, মোবাইল কিউআর কোড টিকিট বুকিংয়ের সংখ্যা ১.৮২ লক্ষ ছাড়িয়ে গেছে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে যথাক্রমে ৯৪ হাজারেরও বেশি এবং ৮৫ হাজারেরও বেশি মোবাইল কিউআর টিকিট বিক্রি হয়েছে। ০৬.০৯.২৫ সর্বোচ্চ সংখ্যক মোবাইল কিউআর টিকিট (অর্থাৎ ৩৪,৫৫৯) বিক্রি হয়েছে। আরও বেশি সংখ্যক যাত্রী এখন টিকিটিং সিস্টেমের ডিজিটাল মোড বেছে নিচ্ছেন।
মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের মধ্যে মেট্রো স্মার্ট কার্ড এবং ‘আমার কলকাতা’ মেট্রো অ্যাপকে আরও জনপ্রিয় করার জন্য গতকাল, রবিবার থেকে সাত দিনব্যাপী একটি বিশেষ প্রচারণা শুরু করেছে। এই প্রচারণা চলাকালীন, বিশেষ কাউন্টার খোলা হয়েছে। মেট্রো রেলওয়ে এবং পূর্ব রেলওয়ের কর্মীরা এই প্রচারণায় অংশ নিচ্ছেন। রবিবারই এই প্রচার মাধ্যমে প্রায় ২০০০ স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। মেট্রো যাত্রীদের বুকিং কাউন্টারে লাইন এড়াতে, সময় বাঁচাতে এবং ৫% বোনাস পেতে স্মার্ট কার্ড ব্যবহার করতে বা আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে অনুরোধ করছেন মেট্রো রেলের আধিকারিকরা।