রেল বিকাশ নিগমের আইনজীবী শাক্য সেন এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রোরেল ভবনে গত ৯ সেপ্টেম্বর সব পক্ষ সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আপাতত পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করে কোনও কাজ করা হবেনা।
advertisement
রাজ্যের পক্ষ থেকে রেল বিকাশ নিগমকে প্রস্তাব দেওয়া হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহান্তে এই কাজ করা হবে। এই প্রস্তাবে সব পক্ষ রাজি ও হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ৯ মাসের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত কাজ সম্পন্ন করা যাবে।
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোনও রকম অসুবিধা তৈরি হলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। তবে আপাতত আদালত আশা করছে সমস্যার সমাধান হয়ে যাবে।
সেপ্টেম্বর ২০২৬ গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো। সম্ভাব্য সময়সীমার মিনিটস পেশ RVNL এর। বিচারপতি সুজয় পাল ডিভিশন বেঞ্চে মিনিটস পেশ। বেলেঘাটা – সল্টলেক অসমাপ্ত মেট্রো কাজ ৩৬৬ মিটারে। নভেম্বরের দ্বিতীয় ওতৃতীয় সপ্তাহান্তে৩১৭,৩১৮,৩১৯ খুঁটির কাজ হবে। মেট্রো পথ জুড়ের তা চালু করতে লাগবে ৯ মাস।