১২ কোটি টাকা দেওয়া হয়েছে নিকাশি নালা সরাতে। শুধু তাই নয়, মেট্রোর তরফে জি+৭ ও জি+১২ বিল্ডিং তৈরি করে দেওয়া হবে কলকাতা পুলিশের জন্য ব্যারাক ৩,৪,৭ ভাঙা পড়ত, তার জন্য। মেট্রো ১০৯২ স্কোয়ার মিটার জমি চেয়েছিল আলিপুর বডিগার্ড লাইনে।
আরও পড়ুন: এক ওষুধেই পুরুষদের জীবনে জোয়ার, সেই ভায়াগ্রা আবিষ্কার হয়েছিল ভুল করে! শুনলে চমকে যাবেন
advertisement
যদিও, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ”এখানে রাস্তা পরিষেবার জন্য এখনও অবধি ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। বাড়ির জন্য ওরা ৩ কোটি ৬৫ লক্ষ টাকা দিয়েছিল। সেটা আমরা ফেরত দিয়ে দেব। আর ওরা যে অংশ অবধি কাজ করেছে, তাতে কলকাতা পুরসভার নিকাশি নালা ও জলের পাইপ লাইন স্থানান্তর কাজ চলছে। সেই অংশের টাকা নিয়মানুযায়ী নেওয়া হয়েছে। এর সঙ্গে অন্যকিছুর সম্পর্ক আসছে না।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 9:51 PM IST