রোজ ৫-৭ লক্ষ যাত্রী গ্রিন লাইনে সফর করবে বলে মনে করছে মেট্রো। প্রাথমিকভাবে ৭ মিনিট অন্তর গড়ে মেট্রো চালানো হবে। অফিস টাইমের বাইরে ৮-৯ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ATO (অটোমেটিক ট্রেন অপারেশন) মোডে সিগন্যাল পরীক্ষা করা হয়েছে।নোয়াপাড়া থেকে বিমানবন্দর ৭ কিমি মেট্রো পথ, রুবি থেকে মেট্রোপলিটন (বেলেঘাটা) ৪.৪ কিমি পথ শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যদিও এই দুটো অংশে এখনই যাত্রী পরিষেবা চালু করা হবে, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।
advertisement
বর্তমানে গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রো দুটো ভাগে চলাচল করে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন মেট্রো পথে দূরত্ব ৯.২ কিমি। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পথে দূরত্ব ৪.৮ কিমি।এই দুই অংশে মেট্রোর যাত্রীবাহী পরিষেবা চালু আছে। এবার এসপ্ল্যানেড ও শিয়ালদহ মেট্রো উদ্বোধন হচ্ছে। এই অংশের দূরত্ব হল ২.৬ কিমি, যাত্রা পথে সময় লাগবে ৩ মিনিট ৩০ সেকেন্ড। মেট্রো রেলের পাশাপাশি পূর্ব রেলের তরফেও বাড়তি নজর দেওয়া হচ্ছে এই রেল পথে। হাওড়া ও শিয়ালদহ দুই বৃহৎ স্টেশন সংযুক্ত হচ্ছে, ফলে সেদিকে নজর থাকছে।