TRENDING:

Kolkata Metro: মেট্রো পথে জুড়ছে হাওড়া-শিয়ালদহ, মেট্রো চেপে এই দুই রেল স্টেশনে যেতে কত সময় লাগবে?

Last Updated:

রোজ ৫-৭ লক্ষ যাত্রী গ্রিন লাইনে সফর করবে বলে মনে করছে মেট্রো। প্রাথমিকভাবে ৭ মিনিট অন্তর গড়ে মেট্রো চালানো হবে। অফিস টাইমের বাইরে ৮-৯ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেট্রো বদলাবে শহরের গতি, হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশন সংযুক্ত হয়ে যাচ্ছে মেট্রোর মাধ্যমে। আপাতত  বাণিজ্যিক পরিষেবা চালুর অপেক্ষায় যাত্রীরা। ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন মেট্রো পথে যেতে সময় লাগবে মাত্র ৯ মিনিট। হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড মাত্র ৫ মিনিট যাত্রা পথ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে ৩ মিনিট ৩০ সেকেন্ড।মেট্রোয় হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন  ও এসপ্ল্যানেড মেট্রোর দরজা খুলবে উভয় দিকে। তিন স্টেশনেই থাকবে অতিরিক্ত রেল কর্মী। বাড়ানো হবে রেল রক্ষীর সংখ্যা। টিকিট কাউন্টারে থাকবে বেশি কমার্শিয়াল স্টাফ। এছাড়া থাকবে ATVM, স্ক্যানার, স্মার্ট কার্ড রিচার্জের বিশেষ ব্যবস্থা।
* হাওড়া থেকে শিয়ালদহ, দুই রেল স্টেশনে, মেট্রো পথে যেতে কত সময় লাগবে?
* হাওড়া থেকে শিয়ালদহ, দুই রেল স্টেশনে, মেট্রো পথে যেতে কত সময় লাগবে?
advertisement

রোজ ৫-৭ লক্ষ যাত্রী গ্রিন লাইনে সফর করবে বলে মনে করছে মেট্রো। প্রাথমিকভাবে ৭ মিনিট অন্তর গড়ে মেট্রো চালানো হবে। অফিস টাইমের বাইরে ৮-৯ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ATO (অটোমেটিক ট্রেন অপারেশন) মোডে সিগন্যাল পরীক্ষা করা হয়েছে।নোয়াপাড়া থেকে বিমানবন্দর ৭ কিমি মেট্রো পথ, রুবি থেকে মেট্রোপলিটন (বেলেঘাটা) ৪.৪ কিমি পথ শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যদিও এই দুটো অংশে এখনই যাত্রী পরিষেবা চালু করা হবে, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্তমানে গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রো দুটো ভাগে চলাচল করে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন মেট্রো পথে দূরত্ব ৯.২ কিমি। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পথে দূরত্ব ৪.৮ কিমি।এই দুই অংশে মেট্রোর যাত্রীবাহী পরিষেবা চালু আছে। এবার এসপ্ল্যানেড ও শিয়ালদহ মেট্রো উদ্বোধন হচ্ছে। এই অংশের দূরত্ব হল ২.৬ কিমি, যাত্রা পথে সময় লাগবে ৩ মিনিট ৩০ সেকেন্ড। মেট্রো রেলের পাশাপাশি পূর্ব রেলের তরফেও বাড়তি নজর দেওয়া হচ্ছে এই রেল পথে। হাওড়া ও শিয়ালদহ দুই বৃহৎ স্টেশন সংযুক্ত হচ্ছে, ফলে সেদিকে নজর থাকছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রো পথে জুড়ছে হাওড়া-শিয়ালদহ, মেট্রো চেপে এই দুই রেল স্টেশনে যেতে কত সময় লাগবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল