TRENDING:

Kolkata Metro Railways: ২৫ ডিসেম্বর ক’টায় ফার্স্ট মেট্রো আর ক’টায় লাস্ট? বড়দিনের জন্য বিশেষ পরিষেবা, পার্ক স্ট্রিট-ময়দানে থাকছে নতুন নিয়ম

Last Updated:

মেট্রো সূত্রে খবর, ওইদিন যাত্রীরা শুধুমাত্র গেট নং ২ (ময়দান এলাকার কাছে) এবং গেট নং ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে) দিয়ে পার্ক স্ট্রিট স্টেশনে প্রবেশ করতে পারবেন। গেট নং ১ (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নং ৫ (মেয়ো রোডের কাছে) এবং গেট নং ৬ (কাইড স্ট্রিটের কাছে) সেই দিন শুধুমাত্র বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। গেট নং ৪ বন্ধ থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামিকাল ২৫ ডিসেম্বর৷ অন্যান্য বছরের মতো বাড়তি যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি সেরে ফেলেছে কলকাতা মেট্রোরেল৷ ওইদিন যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে৷ মেট্রো সূত্রে খবর, ওইদিন যাত্রীরা শুধুমাত্র গেট নং ২ (ময়দান এলাকার কাছে) এবং গেট নং ৩ (বাজার কলকাতা আউটলেটের কাছে) দিয়ে পার্ক স্ট্রিট স্টেশনে প্রবেশ করতে পারবেন। গেট নং ১ (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নং ৫ (মেয়ো রোডের কাছে) এবং গেট নং ৬ (কাইড স্ট্রিটের কাছে) সেই দিন শুধুমাত্র বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। গেট নং ৪ বন্ধ থাকবে।
News18
News18
advertisement

এছাড়াও, ময়দান স্টেশনে প্রবেশের জন্য শুধুমাত্র গেট নং ২ (জীবন দীপ বিল্ডিংয়ের কাছে) এবং গেট নং ৩ (কনক বিল্ডিংয়ের কাছে) ব্যবহার করা হবে। গেট নং ১ (এলিয়ট পার্কের কাছে) সেই দিন শুধুমাত্র বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। এই বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য বলছেন মেট্রো রেলের আধিকারিকরা।

আরও পড়ুন: বড়দিনে শীতের কামড়! ১৩–১৪ ডিগ্রিতে নামতে পারে পারদ, কুয়াশায় ঢাকবে একাধিক জেলা

advertisement

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ২৫.১২.২০২৫ (বৃহস্পতিবার) তারিখে মেট্রো রেল ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫.১২.২০২৫ তারিখে শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ২২:৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে রাত ২২:২৩ মিনিটে ছাড়বে। ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে৷ গ্রিন লাইনে ২০১টি৷

ব্লু লাইন

২৫.১২.২০২৪ তারিখে যাত্রীদের সুবিধার জন্য মেট্রো ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত পরিষেবা চালাবে। সেদিন শহিদ ক্ষুদিরাম থেকে শেষ পরিষেবাটি রাত ২২:৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবাটি রাত ২২:২৩ মিনিটে ছাড়বে। ওইদিন এই করিডোরে ১৪:৪০ থেকে ২০:৩০ পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালানো হবে।

advertisement

ওইদিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ০৬:৫০ থেকে শুরু হবে, যা একটি ছুটির দিন এবং এই করিডোরের পুরো পথে ২৭২টি পরিষেবার পরিবর্তে ২২৪টি পরিষেবা (১১২টি আপ এবং ১১২টি ডাউন) চালানো হবে।

প্রথম পরিষেবা:-

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ০৬:৫০ মিনিটে (কোনও পরিবর্তন নেই)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ০৬:৫০ মিনিটে (০৬:৫৪ মিনিটের পরিবর্তে)

advertisement

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ০৬:৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)

০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:-

রাত ২২:২৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (২১:২৮ মিনিটের পরিবর্তে)

রাত ২২:২০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (২১:৩৩ মিনিটের পরিবর্তে)

রাত ২২:৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত (২১:৪৩ মিনিটের পরিবর্তে)

advertisement

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের

ওই দিন যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

গ্রিন লাইন

দৈনিক ২২৮টি পরিষেবার পরিবর্তে মেট্রো সকাল ০৬:৩৯ থেকে রাত ২২:২০ পর্যন্ত ২০১টি পরিষেবা (১০১টি আপ এবং ১০০টি ডাউন) পরিচালনা করবে। ওই দিন এই করিডোরে ১৬:২৫ থেকে ২০:৩০ পর্যন্ত ৬ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পরিচালিত হবে।

প্রথম পরিষেবা:

সকাল ০৬:৩৯ মিনিটে সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

সকাল ০৬:৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:

রাত ২১:৫৫ মিনিটে সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

রাত ২১:৫৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

রাত ২২:০৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

রাত ২২:২০ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত (ওই দিন একটি অতিরিক্ত পরিষেবা)*

সেরা ভিডিও

আরও দেখুন
সাইকেল বোট থেকে কায়াকিং-এর মজা জঙ্গলমহলে, সুবর্ণরেখাতে শীতে বিরাট চমক!
আরও দেখুন

ওই দিন ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: ২৫ ডিসেম্বর ক’টায় ফার্স্ট মেট্রো আর ক’টায় লাস্ট? বড়দিনের জন্য বিশেষ পরিষেবা, পার্ক স্ট্রিট-ময়দানে থাকছে নতুন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল