পুলিশ সূত্রে খবর, কোনও থানায় গত কয়েক দিনে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। কেউ যদি তাঁদের পরিবারের কোনও সদস্য নিখোঁজ ডায়েরি করে থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে লালবাজারের তরফে।
advertisement
রাত ২.১৫ মিনিট নাগাদ আরপিএফ-এর হেল্পলাইন থেকে দেহ পড়ে থাকার খবর পায় নিউ মার্কেট থানার পুলিশ৷ এর পরই ওই দেহটি উদ্ধার করা হয়৷ প্রাথমিক খবর অনুযায়ী, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর৷ আরপিএফ-এর টহলদারি দলই প্রথম ওই যুবকের দেহ দেখতে পায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ৷
আরও পড়ুন: লালগোলাতে হঠাৎই হাজির পুলিশ! যা উদ্ধার হল, তাজ্জব সকলেই
পরণে কালো টি শার্ট- নীল জিনস৷ ডান হাতের কবজিতে পোড়া দাগ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই অবস্থাতেই পার্ক স্ট্রিট স্টেশনের কাছে উদ্ধার হল এক যুবকের দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো রেলে৷ কীভাবে মেট্রো সুড়ঙ্গের অত ভিতরে ওই ব্যক্তি ঢুকে পড়লেন তা নিয়েও উঠছে প্রশ্ন।
অমিত সরকার