কলকাতা মেট্রো সূত্রে খবর, সপ্তাহের দ্বিতীয় দিনেই মাস্টারদা সূর্য সেন ( বাঁশদ্রোণী ) স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তারপরেই বিঘ্ন ঘটে। মহানায়ক উত্তমকুমার থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
দিন কয়েক আগেই মেট্রোর পরিষেবা বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সেন্ট্রাল থেকে টালিগঞ্জের মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল, আর মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলে মেট্রো। সকাল ৭টার কিছু পর থেকেই সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে চলাচল করতে থাকে মেট্রো। পরে সকাল ৮টা নাগাদ পরিষেবা চালু করা হয়।
advertisement
এর আগেও টালিগঞ্জ থেকে রবীন্দ্রসদনের দিকে যাওয়ার লাইনে আত্মহত্যার জেরে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে চলাচলকারী পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়৷ শহরের যাতায়াত ব্যবস্থার ভরকেন্দ্র হল মেট্রো৷ এর মধ্যে ব্লু লাইন মেট্রোকে কলকাতার ‘লাইফলাইন’ বলা হয়৷ ফলে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা৷ বিশেষত ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
