জানা গিয়েছে, সোমবার, কলকাতা মেডিক্যাল কলেজে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ ওঠে। এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের স্ত্রী অভিযোগ করেন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাঁর উপর হামলা করেছেন তাঁরই স্বামীর প্রেমিকা।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ট্যাংরার দে-পরিবারের ছোট ছেলে প্রসূন, আজই গ্রেফতারি?
advertisement
পুলিশ সূত্রের খবর, খড়দহ সুখচরের বাসিন্দা প্রিয়াঙ্কা বৈদ্যের স্বামী সৌরভ বৈদ্য নামী ওষুধ কোম্পানির এম আর বা বিক্রয় প্রতিনিধি। গত এক বছর ধরে তাঁদের পরকীয়া সম্পর্ক চলছে বলে আন্দাজ করেন প্রিয়াঙ্কা। এর পরেই সোমবার,হাতেনাতে ধরার জন্য হাসপাতালে চলে আসেন তিনি। ওই সময় হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে সৌরভকে বোঝানর চেষ্টা করেন প্রিয়ঙ্কা। কিন্তু লাভ হয়নি। উল্টে, এর কিছুক্ষণ পরেই সৌরভের প্রেমিকা তথা মধ্যমগ্রামের বাসিন্দা পায়েল মজুমদার এসে তাঁকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তারপরেই হাতুড়ি দিয়ে প্রিয়াঙ্কার উপর চড়াও হন। রক্তে ভেসে যায় গোটা এলাকা।
আরও পড়ুন: ধর্মঘটের মধ্যেই নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, জেলায় জেলায় বিক্ষোভ
বউবাজার থানায় পায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সৌরভের স্ত্রী প্রিয়ঙ্কা। এরপরেই সৌরভ এবং পায়েলকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ। চোট লাগলেও আপাতত প্রিয়ঙ্কার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।