আরও বিকল্প রাস্তার খোঁজ শুরু করে প্রশাসন--
স্পট ১
ক্যানেল রোড, উলটো দিকে টলি ক্লাব। টলি ক্লাবের পিছন দিক থেকে খাল পার করে ক্যানেল রোড পর্যন্ত রাস্তা তৈরি করা যায় কিনা তা সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ও শোভন চট্টোপাধ্যায়।
স্পট ২
টালিগঞ্জ করুণাময়ী মোড়ের কাছে মহাত্মা গান্ধি রোড। রাস্তা পার হলেই প্রিন্স আনোয়ার শাহ রোড। এখান থেকে খাল পার হাওয়া যায় কিনা, বা কোনও যোগাযোগ করা যায় কিনা সরেজমিনে তাই খতিয়ে দেখলেন মেয়র ও সিপি।
advertisement
স্পট ৩
নরেন্দ্রনাথ ঘোষ লেন, পার হলেই ক্যানেল রোড ।টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ পার হয়ে শিরিটি শশ্মানের দিকে পুরনো রাস্তা। দূরে গাড়ি রেখে সেই পথেই হেঁটে দেখলেন প্রশাসনিক কর্তারা।
স্পট ৪
কে পি লেন, উলটো দিকে এম জি রোড। খতিয়ে দেখা হল চেতলা পাম্পিং স্টেশনের রাস্তা।
বিকল্প বেশ কিছু রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের । সেই পরিকল্পনা বাস্তব করতেই এভাবে কলকাতার পথে প্রান্তে ঘুরে বেরালেন মেয়র ও পুলিশ কমিশনার।
ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট