মানিকতলা বাজারে আজকের সবজির দাম কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি। বিন্স ১৫০ টাকা কেজি। আদা ৩০০ টাকা কেজি। টমেটো দেড়শ টাকা কেজি। বেগুন দেড়শ টাকা কেজি। পটল ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজ। উচ্ছে ১০০ টাকা কেজি। পেঁপে ৪০ টাকা কেজি। লাউ ৪০ টাকা কেজি। ঝিঙে ১০০ টাকা কেজি। ফুলকপি ৬০ টাকা পিস। গাজর ৫০ টাকা কেজি। ক্যাপসিকাম ১৩০ টাকা কেজি। শসা ৮০ টাকা কেজি।
advertisement
আরও পড়ুন: কলকাতায় উধাও বৃষ্টি! ঝড়-বৃষ্টির আপডেটে জেলায় বড় চমক, ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে, গড়িয়াহাট বাজারে টমেটো ৫০ থেকে বেড়ে ১৫০ টাকা কেজি যাচ্ছে। বেগুনের দাম প্রতি কেজি ১২০ টাকা। ঢ্যাঁড়শের দাম ৪০ থেকে বেড়ে ১৪০ টাকা কেজি। শসা ৮০ টাকা কেজি। মরসুমি সবজি পটলের দাম এক কেজি ৮০ টাকা। মোচা ৪০, ক্যাপসিকাম ২০০ টাকা কেজি। উচ্ছে ১৫০ টাকা কেজি। কাঁচালঙ্কা ৮০ থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা কেজি। লাউ ৬০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা কেজি।
আরও পড়ুন: অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, পৌঁছেই কী বললেন যুবনেত্রী?
কলকাতার বাজারগুলিতে রুই মাছের দাম ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা। ছোট চিংড়ি ২৫০ থেকে সাড়ে ৩০০ টাকা। বড় চিংড়ি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি। পাবদা মাছ ৫০০ থেকে ৬০০ টাকা। ছোট ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা। বড় ইলিশ ১২০০ থেকে ১৫০০। এগুলি সব ডায়মন্ড হারবার ও কাকদ্বীপের ইলিশ। মুরগির মাংস ২৫০ টাকা কেজি, পাঁঠার মাংস ৮৬০ টাকা প্রতি কেজি। ডিম জোড়া ১৪ টাকা।
সৌরভ তিওয়ারি