TRENDING:

Kolkata Market Price Hike: সেঞ্চুরির পথে টমেটো, উচ্ছে ৫০ টাকা কেজি! বাজার গেলেই পকেট ফাঁকা

Last Updated:

Kolkata Market Price Hike: বাজারদর ক্রমেই চড়ছে। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় চিত্রটা কম বেশি একই। মাছ-মাংসের দামও চড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সবেমাত্র প্রাক-বর্ষার বৃষ্টি ছুঁয়েছে দক্ষিণবঙ্গকে। কলকাতা-সহ শহরতলির বাজারে আগুন দাম সবজি, মাছ, মাংসের। কোনও কিছুতেই যেন হাত দেওয়া ছ্যাঁকা খাওয়ার সামিল মধ্যবিত্তের কাছে। বাজারে গেলেই পকেট গড়ের মাঠ। বাজারদর ক্রমেই চড়ছে। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় চিত্রটা কম বেশি একই। মাছ-মাংসের দামও চড়া।
সবজি-মাছ-মাংসের চড়া দাম
সবজি-মাছ-মাংসের চড়া দাম
advertisement

সোমবার কলকাতার বেশিরভাগ বাজারে সবজির বাজারদর কেমন জানেন? সবচেয়ে প্রয়োজনীয় সবজির অন্যতম আলুর দাম এখনও নাগালের মধ্যে রয়েছে। প্রতি কেজি জ্যোতি আলুর দাম রয়েছে ১৬ থেকে ১৮ টাকা। অন্যদিকে চন্দ্রমুখী প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা দরে। যদিও বিক্রেতাদের আশঙ্কা, বর্ষার পুরোপুরি শুরু হলেই সবজির দাম আরও বাড়বে।

advertisement

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ওজন কমবে! স্টার ফল খেয়ে স্টারদের মতো ফিগার পেতে পারেন, জানুন

দাম বেড়েছে টমেটোর। প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো। বর্ষায় সেঞ্চুরি হবে বলে আশঙ্কা বিক্রেতাদের। পটলের দাম ২০ থেকে ৩০ টাকা কেজি। বেগুন ৫০-৬০ টাকা, উচ্ছে ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। দাম প্রবল আদারও। ১০০ গ্রাম আদা বেশিরভাগ বাজারে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। পেঁয়াজ ৩০-৪০ টাকা প্রতি কেজি, লঙ্কা ১০০ গ্রাম ১০ টাকা।

advertisement

আরও পড়ুন: রোজ উচ্ছে বা করলা খাচ্ছেন, শরীরে এর ফল কী হচ্ছে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দাম বেড়েছে মাছ-মাংসেরও। প্রতি কেজি রুই মাছের দাম রয়েছে ২০০ থেকে ২২০ টাকা। কাতলা মাছের প্রতি কেজি হিসেবে দাম রয়েছে ৪০০ টাকা। রুই মাছ কাটা হলে অবশ্য দাম বেড়ে হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। ভেটকির প্রতি কেজিতে দাম রয়েছে ৫০০ টাকা। মাটন বেশিরভাগ বাজারে প্রতি কেজি ৭৮০ থেকে ৮২০ টাকা। গোটা মুরগি কেজি ১৫০-১৭০ টাকা, কাটা মুরগি প্রতি কেজি ২৫০ টাকার কাছাকাছি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Market Price Hike: সেঞ্চুরির পথে টমেটো, উচ্ছে ৫০ টাকা কেজি! বাজার গেলেই পকেট ফাঁকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল