সূত্রের খবর, বিজয় যাদব এলাকায় চায়ের দোকানে কাজ করে। এই বিজয় যাদব উত্তরপ্রদেশেরই বাসিন্দা৷ বিজয় অনেক দিন ধরেই শিবমকে বিরক্ত করে বলে অভিযোগ বাবার। জন্মদিনের পার্টির যে চারজন ছেলে ছিল তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রাম জনে, বিকাশ সাউ, সরবেয় তেওয়ারি ও বিট্টু।
আরও পড়ুন: জল খেয়েই কমবে ডায়াবেটিস! শুধু খেতে হবে এইভাবে…ম্যাজিকের মতো কমবে ব্লাড সুগার, এখনই জানুন
advertisement
মৃতের বাবার অভিযোগ বিজয় দোষী কিন্তু কোনও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বিজয়কে গ্রেফতার করছে না পুলিশ। বাবার আরও অভিযোগ দরজা খোলা ছিল। মদের গ্লাস সাজিয়ে রাখা হয়েছে, যাতে খুনের ঘটনা সামনে না আসে৷
আরও পড়ুন: গজলক্ষ্মী রাজযোগে সোনায় মুড়বে ৬ রাশির কপাল, বৃহস্পতি-শুক্রের মিলনে টাকার বৃষ্টি
প্রসঙ্গত, রাতে নিজের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন প্রশান্ত পাণ্ডে। পরদিন সকালেই বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দগ্ধ দেহ। কী ভাবে আগুন লাগল, কী ভাবেই বা তাতে যুবক দগ্ধ হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
সুদীপ্ত সেন