নিজের আবেদনে ওই আইনজীবী জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর হয়ে মামলা লড়ার কারণেই তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে। কোনও কারণ উল্লেখ না করেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে দাবি ওই আইনজীবীর৷
আগামিকাল, মঙ্গলবার মামলার শুনানি।
advertisement
অন্যদিকে, সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি এদিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘এখনই নয় তালিকা মেনেই শুনানি হবে। মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? তিনি কি কোনও সমাজকর্মী? কেন এই মামলা দ্রুত শুনানি করতে হবে? আজ সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয় দেখুন।’’
advertisement
সোমবার দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সংযুক্তা সামন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 12:30 PM IST