উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরাও যাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, সেই মর্মে আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ প্রাথমিকের একদল পার্শ্ব শিক্ষক।
আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
advertisement
সেই আবেদনের ভিত্তিতে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
সম্প্রতি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন৷ সেই আবেদনেরই শুনানি ছিল বুধবার৷ সেই মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 16, 2023 12:09 PM IST