সূত্রের খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়ের তরফে সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি চেয়ে পাঠানো হয়েছে৷ এই দুই মামলাই প্রাথমিকে নিয়োগ দুর্নীাতির মূল দুই মামলা৷ অবিলম্বে এই মামলা সংক্রান্ত সমস্ত নথি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়ে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবালয় সূত্রের খবর, গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশের পরে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মূল দুই মামলা, সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি ১৭ নম্বর আদালত কক্ষ অর্থাৎ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে চেয়ে পাঠানো হয়েছে৷
সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্টারের তরফে বার্তা মারফত ১৭ নম্বর আদালত কক্ষের কাছ থেকে এই নথি চাওয়া হয়েছে৷
গত সেপ্টেম্বরে টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এ নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা একটি মামলায় গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী৷
আরও পড়ুন: জঙ্গি দমনে বিরাট বড় পদক্ষেপ! ১৪টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল ভারত
গত ২৪ এপ্রিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ প্রধান বিচারপতি বলেন, ‘‘একজন বিচাকপতি কি রাজনৈতিক নেতার মতো টিভিতে ইন্টারভিউ দিতে পারেন? বিচারপতিরা কোনও সময়েই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না৷ যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন,তাহলে বিচারপতি মামলা শোনার অধিকার হারিয়েছেন৷ সেক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতিকেনতুন কোনও বিচারপতির হাতে দায়িত্ব দিতে হবে৷ ’’
বিচারপতির সেই নির্দেশের পরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মূল ২টি মামলার নথি তলব করা হল বলে সূত্রের খবর৷
২০২২ সালের জুন মাস থেকে কলকাতা হাইকোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার বিচার করে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সম্ভবত, চলতি সপ্তাহেই এই দুই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ তৈরি হবে৷