TRENDING:

Kolkata High Court | Justice Abhijit Gangopadhay | DA Protest: ডিএ আন্দোলনে শামিল হয়ে ‘বদলি’! আদালতে ফের বিস্ফোরক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, এবার কী বললেন?

Last Updated:

বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় সরকারের স্কেলে মহার্ঘ ভাতার দাবিতে ডাকা সরকারি কর্মচারীদের 'বনধে' শামিল হয়েছিলেন শিক্ষক। সূত্রের খবর, সেই শিক্ষককে শোকজ করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তারপরেই নাকি তাঁকে পাঠানো হয় বদলির নোটিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বনধে সামিল হলে কেন ছেদ পড়বে কর্মজীবনে? কোন আইনের বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি? শিক্ষককে শোকজের মামলায় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement

বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় সরকারের স্কেলে মহার্ঘ ভাতার দাবিতে ডাকা সরকারি কর্মচারীদের ‘বনধে’ শামিল হয়েছিলেন শিক্ষক। সূত্রের খবর, সেই শিক্ষককে শোকজ করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তারপরেই নাকি তাঁকে পাঠানো হয় বদলির নোটিস।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ২০০ আসনে কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত! চব্বিশের আগে হাত শিবিরকে কোন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

advertisement

ডোমজুড়ের মহিষনালা প্রাথমিক স্কুলের শিক্ষক অমিত কুমার ঘোষকে বদলি করা হয় আমতার পশ্চিম নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অমিতবাবুর দাবি, গত ১০ মার্চ বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে বনধে শামিল হন তিনি। এর পর ১৪ এপ্রিল তাঁকে শোকজ করা হয়। ২৫ এপ্রিল তাঁকে প্রশাসনিক কারণে এবং জেলার শিক্ষার উন্নতির জন্য বদলি করা হচ্ছে, এই মর্মে নোটিস পাঠানো হয়।

advertisement

তারপরেই প্রশাসনের সেই নির্দেশের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন তিনি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল সেই মামলার শুনানি৷

আরও পড়ুন: চাকরি পাইয়ে দিতে নাকি কোটি কোটি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ! এবার একে একে সেই সব প্রার্থীকে তলব করছে CBI

মামলার শুনানি চলাকালীনই বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘কর্মজীবনে ছেদ পড়বে এই বিজ্ঞপ্তি কী করে দেয় রাজ্য? কোন আইনের বলে এই বিজ্ঞপ্তি? শোকজ নোটিস আর বদলির নোটিস একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত৷ মহার্ঘ ভাতা দিয়ে দিন না, তাহলেই তো আর ঝামেলা হয় না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সবশুনে, প্রাথমিক শিক্ষা পর্ষদের বদলির নোটিসের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court | Justice Abhijit Gangopadhay | DA Protest: ডিএ আন্দোলনে শামিল হয়ে ‘বদলি’! আদালতে ফের বিস্ফোরক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, এবার কী বললেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল