পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে যন্ত্রাংশ কেনা-সহ একাধিক বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তিনি। সেই অভিযোগের বিরোধিতায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুলক।
আরও পড়ুন: ঠিক কেমন আছেন কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র? SSKM থেকে এবার রিপোর্ট গেল ED-র কাছে
advertisement
রাজ্যের মন্ত্রী সে সময় জানিয়েছিলেন, শুভেন্দু ‘অসত্য’ তথ্য সামনে এনেছেন৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি৷ পরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়।
প্রথমে রাজ্যের মন্ত্রী এবিষয়ে শুভেন্দুকে আইনি নোটিস পাঠান। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পরে গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।