TRENDING:

Suvendu Adhikari: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দুর! ৫ কোটির মানহানি মামলায় নির্দেশ উচ্চ আদালতের

Last Updated:

রাজ্যের মন্ত্রী সে সময় জানিয়েছিলেন, শুভেন্দু অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলে মানহানির মামলা করেন পুলক। তাই তিনি ৫ কোটি টাকার মানহানির মামলা করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিস দিতে হবে শুভেন্দুকে।
advertisement

পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে যন্ত্রাংশ কেনা-সহ একাধিক বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তিনি। সেই অভিযোগের বিরোধিতায় শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুলক।

আরও পড়ুন: ঠিক কেমন আছেন কালীঘাটের সুজয়কৃষ্ণ ভদ্র? SSKM থেকে এবার রিপোর্ট গেল ED-র কাছে

advertisement

রাজ্যের মন্ত্রী সে সময় জানিয়েছিলেন, শুভেন্দু ‘অসত্য’ তথ্য সামনে এনেছেন৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি৷ পরে বিরোধী দলনেতার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়।

আরও পড়ুন: ‘কখনও যাব না..মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকব!’, বিধানসভায় দাঁড়িয়ে হঠাৎ কেন একথা ফিরহাদের মুখে?

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

প্রথমে রাজ্যের মন্ত্রী এবিষয়ে শুভেন্দুকে আইনি নোটিস পাঠান। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পরে গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দুর! ৫ কোটির মানহানি মামলায় নির্দেশ উচ্চ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল