TRENDING:

খাবার হাতে হাঁটুজলে ‘খাদ্যসৈনিক’, কলকাতার যুবকের ছবি ঘিরে দ্বিখণ্ডিত ট্যুইটার

Last Updated:

হাঁটুজলে দাঁড়িয়ে থাকা শোভনকে বাহবা জানিয়েছেন টুইটারেত্তিরা ৷ অনেকেই দাবি করেছেন এরকম কর্তব্যনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুক সংস্থা ৷ অনেকেই জিজ্ঞাসা করেছেন, শোভন বোনাস পেয়েছেন কি না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা :  মাথায় হেলমেট ৷  হাঁটুজলে ডেলিভারি কর্মী দাঁডি়য়ে পিজ্জার প্যাকেট নিয়ে ৷ তাদের কর্মীদের দায়বদ্ধতার তীব্রতা বোঝাতে এই ছবি শেয়ার করেছে বিশ্ববিখ্যাত পিজ্জা প্রস্তুত সংস্থা ৷ তাদের পোস্ট করা ছবিটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে নিমেষে ৷  আপাতত ছবিটি নিয়ে নেটমাধ্যম দ্বিধাবিভক্ত ৷ অধিকাংশই কুর্নিশ জানিয়েছেন তরুণকে ৷ কিন্তু অনেকেই সরব হয়েছেন অমানবিকতার প্রশ্নে ৷
advertisement

ছবিটি কলকাতার ৷ প্রবল বর্ষণের পর পিজ্জা ডেলিভারি করতে বেরিয়েছেন শোভন ঘোষ ৷ হাঁটুজলে দাঁড়িয়ে থাকা তাঁর ছবিই শেয়ার করেছে তাঁর সংস্থা ৷ তাদের বক্তব্য, এভাবেই কাজ করেন তাঁদের খাদ্য সৈনিকরা ৷ প্রসঙ্গত ডেলিভারি কর্মীদের তাঁরা  অভিহিত করেন ‘খাদ্য সৈনিক’ পরিচয়ে ৷ সৈনিকরা যেমন কোনও সময় তাঁর কর্তব্য থেকে একচুল সরেন না, তাঁদের ডেলিভারি কর্মীরাও ঠিক তেমনই ৷ দাবি পিজ্জা সংস্থার ৷ তাদের জন্যই প্রতিকূল পরিস্থিতিতেও তারা ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে পারে, দাবি সংস্থার ৷

advertisement

হাঁটুজলে দাঁড়িয়ে থাকা শোভনকে বাহবা জানিয়েছেন টুইটারেত্তিরা ৷ অনেকেই দাবি করেছেন এরকম কর্তব্যনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুক সংস্থা ৷ অনেকেই জিজ্ঞাসা করেছেন, শোভন বোনাস পেয়েছেন কি না ৷

advertisement

প্রসঙ্গত লকডাউনে নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলি ৷ ঘরবন্দি জীবনে অনেকের কাছেই এই ডেলিভারি পরিষেবা কার্যত ছিল বিপত্তি থেকে বাঁচার একমাত্র অবলম্বন ৷ ফলে কেউ কেউ শোভনকে ‘অন্নদাতা’ সম্বোধনও করেছেন ৷

তবে কম হলেও বিরুদ্ধ মতও আছে৷ অনেকেই তুলে ধরেছেন অমানবিকতার প্রশ্ন৷ তাঁদের দাবি, এই বর্ষণবিধ্বস্ত আবহাওয়ায় ক্রেতার উচিত হয়নি ডেলিভারিতে পিজ্জা পাওয়ার আশা করার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মত, পাল্টা মত মিলিয়ে আপাতত টুইটারেত্তিদের আলোচনার কেন্দ্রে এখন কলকাতার এই ডেলিভারিম্যান৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
খাবার হাতে হাঁটুজলে ‘খাদ্যসৈনিক’, কলকাতার যুবকের ছবি ঘিরে দ্বিখণ্ডিত ট্যুইটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল