ছবিটি কলকাতার ৷ প্রবল বর্ষণের পর পিজ্জা ডেলিভারি করতে বেরিয়েছেন শোভন ঘোষ ৷ হাঁটুজলে দাঁড়িয়ে থাকা তাঁর ছবিই শেয়ার করেছে তাঁর সংস্থা ৷ তাদের বক্তব্য, এভাবেই কাজ করেন তাঁদের খাদ্য সৈনিকরা ৷ প্রসঙ্গত ডেলিভারি কর্মীদের তাঁরা অভিহিত করেন ‘খাদ্য সৈনিক’ পরিচয়ে ৷ সৈনিকরা যেমন কোনও সময় তাঁর কর্তব্য থেকে একচুল সরেন না, তাঁদের ডেলিভারি কর্মীরাও ঠিক তেমনই ৷ দাবি পিজ্জা সংস্থার ৷ তাদের জন্যই প্রতিকূল পরিস্থিতিতেও তারা ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে পারে, দাবি সংস্থার ৷
advertisement
হাঁটুজলে দাঁড়িয়ে থাকা শোভনকে বাহবা জানিয়েছেন টুইটারেত্তিরা ৷ অনেকেই দাবি করেছেন এরকম কর্তব্যনিষ্ঠ কর্মীকে পুরস্কৃত করুক সংস্থা ৷ অনেকেই জিজ্ঞাসা করেছেন, শোভন বোনাস পেয়েছেন কি না ৷
প্রসঙ্গত লকডাউনে নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলি ৷ ঘরবন্দি জীবনে অনেকের কাছেই এই ডেলিভারি পরিষেবা কার্যত ছিল বিপত্তি থেকে বাঁচার একমাত্র অবলম্বন ৷ ফলে কেউ কেউ শোভনকে ‘অন্নদাতা’ সম্বোধনও করেছেন ৷
তবে কম হলেও বিরুদ্ধ মতও আছে৷ অনেকেই তুলে ধরেছেন অমানবিকতার প্রশ্ন৷ তাঁদের দাবি, এই বর্ষণবিধ্বস্ত আবহাওয়ায় ক্রেতার উচিত হয়নি ডেলিভারিতে পিজ্জা পাওয়ার আশা করার ৷
মত, পাল্টা মত মিলিয়ে আপাতত টুইটারেত্তিদের আলোচনার কেন্দ্রে এখন কলকাতার এই ডেলিভারিম্যান৷