TRENDING:

Kolkata Metro Rail : শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় গ্রিন লাইনে যাত্রী বৃদ্ধি ৪৩৬%, কলকাতা মেট্রোর সাফল্য!

Last Updated:

Kolkata Metro Rail : শিয়ালদহ থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহন মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট-ওয়েস্ট মেট্রোকে বেছে নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাত্রীদের মধ্যে ক্রমশই জনপ্রিয় হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (গ্রিন লাইন)। বর্তমানে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালু এই মেট্রোয় চড়ে শহর ও শহরতলির যাত্রীরা খুব সহজে ও নিরুপদ্রবে শিয়ালদহ থেকে সল্টলেকের যে কোনও অংশে যাতায়াত করতে পারছেন। এই নির্ঝঞ্ঝাট যাত্রায় তাঁদের সময়ও বাঁচছে অনেক, যা এই মেট্রোর বিপুল জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ।  চলতি আর্থিক বছরের (২০২৩-২৪) প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা গত আর্থিক বছরের (২০২২-২৩) প্রথম চার মাসের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন ) যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন ) যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি
advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রো ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৭/২০২৩ পর্যন্ত মোট ৩৬.৯৭ লক্ষ যাত্রী পরিবহন করেছে। গত বছরের একই সময়কালে এই মেট্রো ৬.৮৯ লক্ষ যাত্রী পরিবহন করেছিল। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩৬%। ২০২৩ সালের জুন ও জুলাই মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছে যথাক্রমে ৯.১৬ লক্ষ ও ১০.০৯ লক্ষ। ২০২২ সালের জুন ও জুলাইতে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ও ৫.৩ লক্ষ। অর্থাৎ চলতি বর্ষার প্রথম দু’মাসে ইস্ট-ওয়েস্টে যাত্রী বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

advertisement

এই প্রসঙ্গে উল্লেখ্য, গত ১৪/০৭/২০২২ তারিখ থেকে শিয়ালদহ থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহন মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট-ওয়েস্ট মেট্রোকে বেছে নিচ্ছেন।

আরও পড়ুন: প্রি নন-ইন্টারলকিং কাজের জেরে পরিবর্তন, আপনার ট্রেন বাতিল হয়নি তো? তালিকা দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র যাত্রীদের মেট্রো রেলওয়ের ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail : শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় গ্রিন লাইনে যাত্রী বৃদ্ধি ৪৩৬%, কলকাতা মেট্রোর সাফল্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল