আমর্হাস্ট স্ট্রিটে ম্যানহোলে উদ্ধার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে মৃতদেহের শরীরে কোনও আঘাত মেলেনি। ময়নাতদন্তে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খুন হয়নি ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের
পুলিশ মনে করছে দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশের আশঙ্কা, দুর্গাপুজোর আগে টানা বৃষ্টিতে শহর জলমগ্ন হয়েছিল। সেই সময় ওই এলাকা জলমগ্ন ছিল। সেই সময় ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে ওই ব্যক্তির। ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। আশেপাশের থানাগুলিতে সেই সময় কোনও মিসিং ডায়েরি হয়েছিল কি না দেখা হচ্ছে।
শুক্রবার কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটে ম্যানহোল থেকে পচাগলা দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আসে আমহার্ট স্ট্রিট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এক থেকে দেড় মাস আগেকার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হবে মৃত ওই ব্যক্তির। কলকাতা পুরসভার কর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে এসেছিল। তারাই প্রথম দেখেন দেহটি। এই ঘটনার তদন্তে নামানো হয় ডগ স্কোয়াডও। কিন্তু দেহটি পচেগলে যাওয়ায় শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
