স্থানীয় সূত্রে খবর, গলফগ্রীন থানার উল্টোদিকে চায়ের দোকান ছিল নাফিসা এবং তাঁর মায়ের। দুজনে মিলেই দোকানটি চালাত। যে বাড়িতে তরুণী থাকতেন সেই বাড়িতেই খাটের নীচ থেকে দেহটি উদ্ধার করেছে কলকাতা পুলিশ। ওই বাড়িতে নাফিসা মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে।
advertisement
মৃতদেহটি প্রাথমিক পর্যবেক্ষণ করে পুলিশ জানিয়েছে, গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ।
আরও খবর: বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্মনিরপেক্ষতা! ইউনূসের আমলে বিরাট পরিবর্তনের ইঙ্গিত
তদন্তের জন্য পৌঁছেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগের পরিস্থিতি কী ছিল, আততায়ী কোন পথে এসেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হতে পারে সবই খতিয়ে দেখছে পুলিশ।