সাধারণত দুটি শিফটে চলে বাস। কখনও কখনও সেই শিফট বেড়ে হয় তিনটে। সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় বাস চালানো সম্ভব নয় একজন চালকের পক্ষে৷ ফলে রাস্তায় বাস নামে কম। তাই পরিবহণ দফতর চাইছে আরও বেশি করে চালক। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে খবর, বাস চালানোর জন্য তাঁদের প্রয়োজন ১৩৩০ চালক৷ তাঁদের হাতে আছে ৮৮০ চালক৷ প্রয়োজন ৪৫০ চালক। কনডাক্টর প্রয়োজন ১৩৩০ জন৷ আছে ৯৫৬ জন। প্রয়োজন ৩৭৪ কনডাক্টর। সব মিলিয়ে ৮২৪ জন প্রয়োজন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাইছে প্রায় ২০০ জন চালক ও কন্ডাক্টর।
advertisement
আরও পড়ুনঃ আলুতেই তরতরিয়ে কমবে ওজন! শুধু এই ‘সহজ’ উপায়ে খান! মাখনের মতো গলবে পেটের জেদি মেদ!
বর্তমানে ২০৯ জন কন্ডাক্টর নিগমকে ব্যবহার করতে হচ্ছে অফিসের কাজে। আর ড্রাইভার ১০০ জন ছোট গাড়ি, গ্যারেজ, ওয়াশিং ইনচার্জ কাজে যুক্ত হয়ে আছে। নিগমের আধিকারিকরা জানাচ্ছেন ২০০ চালক আর কন্ডাক্টর পেলে প্রতিদিন ৭০০ গাড়ি রাস্তায় নামানো সম্ভব। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জানাচ্ছে তাঁদেরও প্রায় ২৫০ চালক প্রয়োজন৷ সেটা পেলে প্রতিদিন ৭০০-র কাছাকাছি বাস রাস্তায় নামতে পারবে। এর মধ্যে স্থায়ী চালক যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে থেকে অনেকের আবার অবসর গ্রহণের সময় হয়ে যাচ্ছে। এই অবস্থায় স্থায়ী বা অস্থায়ী ভাবে বাস চালানোর লোক চাইছে রাজ্য পরিবহণ দফতর। সূত্রের খবর, ইতিমধ্যেই পরিবহণ দফতর পক্ষ থেকে নবান্নের কাছে চালক নিয়োগের ব্যাপারে অনুমতি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি নিগমও শীঘ্রই এই সুবিধা পাবে বলে জানা যাচ্ছে।