TRENDING:

Kolkata Bus: অবশেষে চালক ও কন্ডাক্টর নিয়োগে ছাড়পত্র পেল WBTC! অপেক্ষায় বাকি দুই নিগম 

Last Updated:

Kolkata Bus: রাস্তায় নেই বাস! কেন নেই সরকারি বাস? পরিবহণ মন্ত্রীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নড়েচড়ে বসে রাজ্যের পরিবহণ দফতর। উত্তর থেকে দক্ষিণ হয়ে, শহর কলকাতা ও শহরতলি৷ বাসের হাল বুঝতে রাস্তায় নামেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাস্তায় নেই বাস! কেন নেই সরকারি বাস? পরিবহণ মন্ত্রীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নড়েচড়ে বসে রাজ্যের পরিবহণ দফতর। উত্তর থেকে দক্ষিণ হয়ে, শহর কলকাতা ও শহরতলি৷ বাসের হাল বুঝতে রাস্তায় নামেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নামেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল৷ নামেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ যদিও সমস্ত আধিকারিকরাই একযোগে স্বীকার করে নিচ্ছেন বাস কম রাস্তায় বেরনোর কারণ চালকের অভাব।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ টানা ৭ দিন ঢক ঢক করে খান এই অলৌকিক ‘জল’! জব্দ হবে ব্লাড প্রেশার, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, পেট সাফ রোজ সকালে

সাধারণত দুটি শিফটে চলে বাস। কখনও কখনও সেই শিফট বেড়ে হয় তিনটে। সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় বাস চালানো সম্ভব নয় একজন চালকের পক্ষে৷ ফলে রাস্তায় বাস নামে কম। তাই পরিবহণ দফতর চাইছে আরও বেশি করে চালক। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে খবর, বাস চালানোর জন্য তাঁদের প্রয়োজন ১৩৩০ চালক৷ তাঁদের হাতে আছে ৮৮০ চালক৷ প্রয়োজন ৪৫০ চালক। কনডাক্টর প্রয়োজন ১৩৩০ জন৷ আছে ৯৫৬ জন। প্রয়োজন ৩৭৪ কনডাক্টর। সব মিলিয়ে ৮২৪ জন প্রয়োজন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাইছে প্রায় ২০০ জন চালক ও কন্ডাক্টর।

advertisement

আরও পড়ুনঃ আলুতেই তরতরিয়ে কমবে ওজন! শুধু এই ‘সহজ’ উপায়ে খান! মাখনের মতো গলবে পেটের জেদি মেদ!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে ২০৯ জন কন্ডাক্টর নিগমকে ব্যবহার করতে হচ্ছে অফিসের কাজে। আর ড্রাইভার ১০০ জন ছোট গাড়ি, গ্যারেজ, ওয়াশিং ইনচার্জ কাজে যুক্ত হয়ে আছে। নিগমের আধিকারিকরা জানাচ্ছেন ২০০ চালক আর কন্ডাক্টর পেলে প্রতিদিন ৭০০ গাড়ি রাস্তায় নামানো সম্ভব। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জানাচ্ছে তাঁদেরও প্রায় ২৫০ চালক প্রয়োজন৷ সেটা পেলে প্রতিদিন ৭০০-র কাছাকাছি বাস রাস্তায় নামতে পারবে। এর মধ্যে স্থায়ী চালক যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে থেকে অনেকের আবার অবসর গ্রহণের সময় হয়ে যাচ্ছে। এই অবস্থায় স্থায়ী বা অস্থায়ী ভাবে বাস চালানোর লোক চাইছে রাজ্য পরিবহণ দফতর। সূত্রের খবর, ইতিমধ্যেই পরিবহণ দফতর পক্ষ থেকে নবান্নের কাছে চালক নিয়োগের ব্যাপারে অনুমতি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি নিগমও শীঘ্রই এই সুবিধা পাবে বলে জানা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Bus: অবশেষে চালক ও কন্ডাক্টর নিয়োগে ছাড়পত্র পেল WBTC! অপেক্ষায় বাকি দুই নিগম 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল