TRENDING:

Kolkata Book Fair: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিনে পড়তে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Kolkata Book Fair: বৃহস্পতিবার কলকাতা বইমেলার সন্ধ্যায়।পৌনে সাতটা নাগাদ বর্তমানের বহু চর্চিত এবং প্রশংসিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছন কলকাতা বইমেলায়৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটা সময় জলসায় ঠিক এই লাইনটি বলা হত  ‘‘আজ কা শাম,উনকা নাম’’, ঠিক তেমনি ঘটল বৃহস্পতিবার কলকাতা বইমেলার সন্ধ্যায়।পৌনে সাতটা নাগাদ বর্তমানের বহু চর্চিত এবং প্রশংসিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছন কলকাতা বইমেলায়৷ তিনি পৌঁছানোর পর সাধারণ মানুষের মধ্যে আলাদা এক কৌতূহল তৈরি হয়। বই মেলায় মানুষের সঙ্গে ,যেরকম চাকরিপ্রার্থীরা মিশেছিলেন। বহু সাধারণ মানুষ যারা এসেছিলেন বই কিনতে,তারাও পর্যন্ত থমকে দাঁড়ালেন।কেউ মুখ বাড়িয়ে,হাত বাড়িয়ে বললেন '‘স্যার আমি ২০১৭র চাকরিপ্রার্থী।’’ কেউ আবার বললেন '‘আমি ২০১৪ এর চাকরি প্রার্থী।’’ '‘দেখবেন স্যার যদি চাকরিটা হয়।'’
advertisement

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে উত্তরে বললেন, ‘‘ভাল থাকবেন।’’  অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট কয়েকটি বুক স্টলে যান, সময় কাটান, বই দেখেন এবং বই কেনেনও। তাঁর মধ্যে -কলকাতা ময়দানের সেই পুরনো বইমেলা থেকে আরম্ভ করে বর্তমান বইমেলা।সেগুলির স্মৃতিচারণা করেন। তিনি এও জানান, মেলায় বই চুরি হয়। যারা বই চুরি করে,তারাও বইয়ের পাঠক। তিনি বই চুরিকে অপরাধের মধ্যে ফেলেন না বলে জানালেন। বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ হিসাবে বললেন,- ‘‘সবাই এর বই কেনার ক্ষমতা থাকে না, তাই পড়ার জন্য চুরি করে।’’

advertisement

আরও পড়ুন -  Primary TET Result: বড় খবর! আজই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা, ৪ ভুল প্রশ্নে মিলবে পুরো নম্বর

বই মেলায় যতক্ষণ ছিলেন, প্রচুর  মানুষের ভিড় তার পিছু অনুসরণ করে৷ তিনি যে বর্তমান যুবসমাজের আইকন এবং বুদ্ধিশীল মানুষের প্রেরণা ,ভরসার মানুষ। তাঁকে দেখে মেলা জুড়ে যে পরিবেশ তৈরি হল তাতে সেই বার্তাই পরিষ্কার হল। এমনও দেখা গেল, মেলাতে আস অন্য একে হেভিওয়েট এক মন্ত্রী এলেও তাঁকে ঘিরে সেরকম উন্মাদনা চোখে পড়েনি৷

advertisement

আরও পড়ুন -  Gariahat Money Recovered: আবার টাকা শহরে, এবার গড়িয়াহাট মোড় থেকে উদ্ধার টাকার পাহাড়

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বইমেলায় তারকার মতোই ছিলেন।বইমেলাতে কোথাও তারকা অভিনেতা, কোথাও বা বিখ্যাত কোন মানুষ এসেছিলেন।  দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উন্মাদনা।  তবে বই পড়া উচিত এবং তিনি যে বই মেলাতে আসেন এবং বই কেনেন।সারাদিনের কাজের ফাঁকেও যে তিনি  বই পড়েন, সেটা  বইমেলাতে এসে বুঝিয়ে গেলেন।তবে জ্ঞান অর্জন এবং বুদ্ধিমত্তার পরিচয় যে বইয়ের মধ্যে পাওয়া যায়,সেটা তার কথায় পরিষ্কার হল ।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও কিনে পড়বেন, সেটাও জানিয়ে গেলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

SHANKU SANTRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিনে পড়তে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল