TRENDING:

ফিশিং ক্যাটের বংশবৃদ্ধিতে উদ্যোগ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

Last Updated:

এই বিরল প্রাণীটির বংশবৃদ্ধিতে কাজ শুরু করল আলিপুর চিড়িয়াখানাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় বাড়ছে আবাসিকের সংখ্যা। কর্তৃপক্ষের উদ্যোগে পশুপাখিদের সংসারে এসেছে নতুন সদস্য। পর্যটকদের কাছে তারাই এখন সেলিব্রিটি। পরিবার বড় হচ্ছে ফিশিং ক্যাটের। নতুন সদস্যদের দেখতে ভিড় বাড়ছে খাঁচার সামনে। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই সাদা ময়ূরও।
advertisement

ফিশিং ক্যাট। গ্রাম বাংলার মানুষ বলেন, মেছো বেড়াল। সংরক্ষণের অভাবে কার্যত অস্তিত্ব রক্ষাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রাজ্যপ্রাণীর তকমা জুটতেই এল কাহানি মে টুইস্ট। ফিশিং ক্যাট সংরক্ষণে উদ্যোগী হল প্রশাসন। একইসঙ্গে, এই বিরল প্রাণীটির বংশবৃদ্ধিতে কাজ শুরু করল আলিপুর চিড়িয়াখানাও। এখন চিড়িয়াখানায় গেলেই দেখা মিলবে সপরিবার ফিশিং ক্যাটের। যা কয়েক বছর আগেও সম্ভব ছিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ফিশিং ক্যাট ছাড়াও এই মুহূর্তে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ সাদা ময়ূর। তাদের দেখতে খাঁচার সামনে আনাগোনা বাড়ছে আট থেকে আশির। পর্যটকদের কথা ভেবেই ১৩টি নতুন প্রজাতির পশুপাখি এনেছে কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফিশিং ক্যাটের বংশবৃদ্ধিতে উদ্যোগ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের