TRENDING:

Kolkata Airport: দেড় দশকের পরে আবার শুরু! চলতি মাসেই কলকাতা থেকে মিলবে লন্ডনের উড়ান

Last Updated:

এদিকে সেদিনই লন্ডন থেকেও কলকাতার যাত্রীরা আসতে পারবেন। ২৬ অক্টোবর মুম্বইগামী 6E2 উড়ান লন্ডন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে পরিষেবা। কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে কলকাতা – দু’দিকে পাওয়া যাবে পরিষেবা। আগে কলকাতা থেকে ইউরোপ সরাসরি বিমান পরিষেবা পাওয়া যেত। ২০০৯ সালের মার্চ থেকে কলকাতা-লন্ডন উড়ান বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ। আর ২০০৮ সালের অক্টোবরেই কলকাতা-লন্ডন বিমান বন্ধ করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া।
News18
News18
advertisement

এদিকে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে কলকাতার মধ্যে বিমান চালাত লুফথানসা। কিন্তু ২০১২ সালে সেই পরিষেবা বন্ধ করে দিয়েছিল জার্মান উড়ান সংস্থা।প্রাথমিক ভাবে কলকাতা-লন্ডন রুটে ইকোনমিক ক্লাসের জন্য রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৪৫ টাকা। এদিকে প্রিমিয়াম আসনে রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৯১ হাজার টাকা।

advertisement

আরও পড়ুন: সোজা ফ্ল্যাটে ঢুকে পড়ল ভিনরাজ্যের খুনি! সল্টলেকের অভিজাত এলাকায় আতঙ্ক, ফেরার এখনও ১

কলকাতা থেকে লন্ডনের যাত্রীদের 6E 6297 উড়ানে করে কলকাতা থেকে মুম্বই নিয়ে যাওয়া হবে। সেই উড়ানটি কলকাতা থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে। মুম্বইতে গিয়ে সেই উড়ান পৌঁছবে দুপুর ১২টা ৩০ মিনিটে। এরপর যাত্রীদের মুম্বই থেকে লন্ডনগামী 6E1 উড়ানে ওঠানো হবে। সেই উড়ান ছাড়বে দুপুর ২টো ৪৫ মিনিটে।

advertisement

এদিকে সেদিনই লন্ডন থেকেও কলকাতার যাত্রীরা আসতে পারবেন। ২৬ অক্টোবর মুম্বইগামী 6E2 উড়ান লন্ডন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। তা পরদিন সকাল ১১টা ৪৫ মিনিটে মুম্বই এসে পৌঁছবে। তারপর দুপুর ৩টের সময় মুম্বই থেকে 6E 6554 উড়ানে করে যাত্রীদের কলকাতায় নিয়ে আসা হবে। কলকাতায় উড়ানটি অবতরণ কবে বিকেল ৫টা ৪০ মিনিটে।

advertisement

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো! এবার বড় বিপাকে অভিযুক্ত আইনজীবী…মিলে গেল অনুমতি

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

চলতি বছরের মার্চে লন্ডনে পৌঁছে হাই কমিশনে পশ্চিমবঙ্গ  থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলা বেশি দূরে নয়। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: দেড় দশকের পরে আবার শুরু! চলতি মাসেই কলকাতা থেকে মিলবে লন্ডনের উড়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল