এবার বন্যা দুর্গতদের পাশে কলকাতা পুরসভাও।
দূর্গতদের সাহায্যার্থে এক মাসের বেতন(সাম্মানিক) দেবেন কলকাতা পুরসভার কাউন্সিলাররা। মেয়র, মেয়র পারিষদ-সহ সমস্ত কাউন্সিলররা এই সিদ্ধান্ত নিয়েছেন এক যোগে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাঁরা এই আর্থিক সাহায্য দান করবেন। পুজোর মুখে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার।
advertisement
পুরসভার অধিবেশনে কাউন্সিলর মুস্তাক আহমেদ এই প্রস্তাব আনেন। মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের তাদের এক মাসের বেতন মেয়র্স রিলিফ ফান্ডে প্রদান করতে বলেন। সেখান থেকে সংগৃহীত অর্থ পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে অধিবেশনে জানান।
এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম আরও জানান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালয়েট সার্ভিসেস অ্যাসোসিয়েশন ৫০ হাজার টাকা বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য মেয়রের কাছে ইতিমধ্যেই চেক দিয়েছেন।