আরও পড়ুন - দিল্লির আগুনের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা, ঘোষণা মোদির
সব বাড়িতে দুটো বালতি থাকবে। নীল আর সবুজ। নীল বালতিতে অপচনশীল আর সবুজ বালতিতে পচনশীল ময়লা রাখতে হবে গৃহস্থকে। অনেক পুরসভায় ইতিমধ্যেই এভাবে ময়লা নেওয়া শুরু হয়েছে। ছোট গাড়িতে ময়লা নিয়ে বড় গাড়িতে ফেলা হবে। ভ্যাটে ফেলা বন্ধ। বড় গাড়িতে করে ডাম্পিং গ্ৰাউন্ডে ফেলা হবে।
advertisement
আরও পড়ুন - রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও পর্যন্ত মৃত ২৭, বহুতলে আটকে আরও বহু
পাশাপাশি কমপ্যাক্টর নিষিদ্ধ করা হয়েছে। পচনশীল ময়লা থেকে সার তৈরি হবে। অপচনশীল বস্তু যেমন কাচ,কাগজ রিসাইকেল করা হবে। এর আগে পরিবেশ আদালতের নির্দেশ মোতাবেক বেশ কয়েকবার প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার আন্দোলনে নেমেছেন পরিবেশপ্রেমীরা৷ তবে এবার নির্দেশ কার্যকর করতে কোমর বেঁধে নামছে সরকার।