৭২ শতাংশের উপর ভোট পেয়ে কলকাতা পুরসভা দখল করেছে তৃণমূল। পুরভোটে বিপুল জয়ের পরে, এভাবেই বার্তা দিলেন মদন মিত্র (Madan Mitra)। কালো কাঁচের সানগ্লাস, কালো পাঞ্জাবি-পাজামা পরে সেলিব্রেশনে মাতলেন কামারহাটির বিধায়ক। কলকাতা যখন সবুজ ঝড়ে ব্যস্ত। তখন মদন মিত্রের পরনে কালো কেন? তাঁর সাফ উত্তর, "বিজেপি-সিপিএমের তো রাস্তায় নেমে শোক প্রকাশের মতোও কেউ নেই। তাই আমিই কালো পড়ে শোক প্রকাশ করতে বেরোলাম।"
advertisement
আরও পড়ুন: 'হিংসা-ঘৃণার কোনও স্থান নেই বাংলায়', পুরভোটে বিপুল জয় দেখে মনে করালেন অভিষেক!
এদিন নাতিকে সঙ্গে নিয়েই ভবানীপুরের বাড়িতে মিষ্টি মুখ করলেন মদন মিত্র। মুখে মিষ্টি দিলেও, রাজনৈতিক কটাক্ষ করতে ছাড়েননি মদন বাবু। তাঁর কথায়, "ওরা ট্যুইটেই আছে। ওদের লোক কোথায়? আর আজকে যা হল তাতে এখানে নয়, আসল দোষী ওই কেন্দ্রীয় নেতারা। নাড্ডা আসলে গাড্ডায় ফেলেছে ওদের দলকে। অমিত শাহের ঔদ্ধত্য মানুষ নিতে পারেনি।" আগামী দিনে কি এই জয় জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে সুবিধা দেবে? মদন মিত্রের কথায়, লোকসভায় বিজেপি ডাবল ডিজিট ছুঁতে পারবে না।
আরও পড়ুন: 'TMC ছাড়া আর কেউ নেই', পুরভোটে মানুষকে ধন্যবাদ মদন মিত্রের
এদিন অবশ্য তিনি বলছেন, "ওরা ডাবল ডিজিট পড়ে নেবে, আগে মানুষের কটেজে যাক। মানুষের গৃহে প্রবেশ করুক। তাহলে নয় ভোট পাবে।" এদিন একাধিক কাজে ব্যস্ত থাকলেও ভবানীপুরের খোঁজ খবর রেখেছেন মদন মিত্র। আগামী দিনে তাঁর সাজেশন, "রাজ্যপালের মতো ট্যুইটে থাকুক শুভেন্দু।" এমনকী বিরোধীরা এই জয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরকে। সেই কটাক্ষ পালটা ছুড়ে দিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন, "ওই সব ভিডিও ফুটেজ দিয়ে কিছু হয় না। আগে মানুষের আস্থা অর্জন করুক।"