নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানের নানা ভিডিও ক্লিপিংস। তারই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে কেকে-র বলা শেষ কথা নিয়ে। অসুস্থ হয়ে পড়েও চালিয়ে যাচ্ছিলেন গান। সেই গান শেষ করেই বলে গেলেন, ''Love You all kolkata, God bless us all...'' এরপরই ঘামতে-ঘামতে নজরুল মঞ্চ ছাড়েন কেকে।
advertisement
আরও পড়ুন: অনুষ্ঠান শুরুর আগেই এসেছিল পুলিশ, ভাঙে ছাত্রের হাতও! নজরুল মঞ্চে ঠিক কী ঘটেছিল?
অনুষ্ঠানের শুরু থেকে অবশ্য কেকে ছিলেন অত্যন্ত চনমনে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চের এ পাশ থেকে ও পাশ। কিন্তু বার বার চলে যাচ্ছিলেন মঞ্চের পেছনের অংশে নিচু টেবিলে রাখা রুমাল ও জলের বোতলের দিকে। মুখ-মাথা মুছে গলায় অল্প জল ঢেলে ফের পরের গান। একটি ভিডিওতে দেখা গিয়েছে, টেবিল থেকে তুলে নেওয়া রুমালে মুখ মুছে, মাথার চুলে আঙুল চালিয়ে গান শুরু করতে যাচ্ছেন তিনি। পাশ থেকে মঞ্চে থাকা একজন হিন্দিতে বলে উঠলেন, ভীষণ গরম! শিল্পী তার দিকে তাকিয়ে হেসে সম্মতি দিলেন যেন। তার পর এক জনকে হাতের ইশারায় মঞ্চের উপরের আলোগুলো দেখিয়ে বললেন, নিভিয়ে দাও। তার পর ফের গান শুরু। নজরুল মঞ্চে উপস্থিত দর্শক তখন কেকে-র গানে মাতোয়ারা।
আরও পড়ুন: মুছে গেল 'ইয়ারো দোস্তি'র মায়াজাল, 'জব তুনে কহে দিয়া, আলবিদা' কেকে...
তবে তার আচমকা মৃত্যুর পর অনেকেই প্রেক্ষাগৃহের ভিড় নিয়ে সরব হয়েছেন। নজরুল মঞ্চের এসি কাজ করছে না বলেও অভিযোগ করেছিলেন অনেকে। কারও কারও অভিযোগ, আসনের তুলনায় দর্শকের সংখ্যা বেশি ছিল নজরুল মঞ্চে। কারও কারও অভিযোগ, হলের শীতাতাপ যন্ত্রও ঠিকমতো কাজ করছিল না। তবে এর পাল্টাও জানিয়েছেন কেউ কেউ। তাদের মতে, প্রচুর দর্শক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোর কারণে হলের ভিতরে গরম লাগাটাই স্বাভাবিক। আবার কারও দাবি, হলের দরজা খোলা ছিল বলেই শীতাতপ যন্ত্রের কার্যকারিতা উপলব্ধি করা যাচ্ছিল না। এমন নানা দাবির মাঝেও বাস্তবটা হল, প্রয়াত কেকে। আর শোনা যাবে না সেই যুবকের কথা...