এই নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার৷ কেকে-এর এভাবে মৃত্যু লজ্জার, বলছেন তিনি৷ নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি৷ সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসক লিখেছেন যে এই মৃত্যু যতটা দুঃখের ততটাই লজ্জার৷ কারণ এই বেসামাল ভিড়ের ফলে সমস্যা তৈরি হতে পারে৷ এর পাশাপাশি বেশ কিছু বিষয় উল্লেখ করেন চিকিৎসক কুণাল সরকার৷ তিনি লেখেন যে, এসি বেহাল-ভীষণ গরম, মুখের উপর ফায়ার এক্সটেনগুইশার স্প্রে করা, ২ ঘণ্টার উপর সময় নষ্ট করে শেষ অবস্থায় হাসপাতাল নিয়ে আসা৷ এভাবে কেকে-র মৃত্যুর জন্য দায়ী করে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন তিনি৷ কারণ তাঁর মতে এতটা ভিড়ে বদ্ধ জায়গায় পারফর্ম করা খুবই কষ্টকর৷ এরই সঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ উল্লেখ করেন যে ভারতীয় পুরুষদের ৩০ বছর থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিৎ৷ কেকে-র বয়স ছিল ৫৩ বছর৷ ফলে যে সব পরিস্থিতি তৈরি হয়েছিল তা কেকে-র স্বাস্থ্যের জন্য হিতকর ছিল না৷
advertisement
এভাবে কেকে-র মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন উঠছে৷ আপাতত শিল্পীর দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ রবীন্দ্রসদনে তাঁকে গানস্যালুট জানানো হয়৷ সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷