TRENDING:

‘SIM Swap’ জালিয়াতি থেকে সাবধান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই লোপাট হতে পারে সব টাকা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এটিএম জালিয়াতি নিয়ে এখন আতঙ্কে ভুগছেন শহরবাসী ৷ কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার বিভিন্ন এটিএমেই ওৎ পেতে রয়েছে জালিয়াতরা ৷ সম্প্রতি কলকাতা থেকেই গ্রেফতার হয়েছে দুই রোমানিয়ান যুবক ৷ যারা এই এটিএম কাণ্ডে জড়িত বলে অভিযোগ ৷ কেন বারবার এমন ঘটনা ঘটছে এটিএমগুলিতে ? কেন এত কাণ্ডের পরেও আরও বেশি তৎপর হচ্ছে না ব্যাঙ্কগুলি ৷ সেটাই এখন প্রশ্ন আমআদমির মধ্যে ৷
advertisement

কেউ ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলে হারানো টাকা তাঁকে ফেরত দেওয়া হবে ৷ ব্যাঙ্কগুলির তরফে এমন আশ্বাস দেওয়া হলেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রাহকরা ৷ কারণ কখন কে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, সেই খবর কারোর পক্ষেই সবসময় রাখা সম্ভব নয় ৷ অনেকসময়েই টাকা ডেবিট হওয়ার পর কোনও এসএমএস আসে না ব্যাঙ্কের তরফে ৷ তাই বেশ কয়েকদিন পর পাসবুক আপডেট করলে হয়তো ব্যালেন্স দেখে আঁতকে উঠতে হচ্ছে যাঁরা জালিয়াতির শিকার হচ্ছেন ৷ কিন্তু শুধুই কি যাঁরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন কিংবা নেট ব্যাঙ্কিং করেন, তাঁরাই প্রতারণার শিকার হচ্ছেন ? উত্তরটা হয়তো ‘না’ ৷ কারণ মোবাইল সিমের মাধ্যমেও জালিয়াতির শিকার হতে পারেন কোনও গ্রাহক ৷ যাকে বলা হচ্ছে ‘সিম সোয়্যাপ ফ্রড’ ৷

advertisement

কী এই ‘SIM SWAP’ জালিয়াতি ?

আপনার কাছে ডেবিট বা কার্ড থাকুক বা না থাকুক ৷ আপনি টাকা তোলার জন্য হয়তো এটিএম ব্যবহার করেনও না ৷ কিন্তু তাতেও ব্যাঙ্ক জালিয়াতদের থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন, তা কিন্তু নয় ৷ কারণ হল আপনার ফোন নম্বর ৷ যা আপনার সব ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গেই রেজিস্টার্ড থাকে ৷ যা থেকেই জালিয়াতরা নতুন উপায় বের করেছে টাকা হাতানোর ৷ আপনার নম্বরের ডিটেলস থাকতে পারে প্রতারকদের কাছেও ৷ কোনও টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাস্টমার সার্ভিস অফিসার সেজে সে আপনাকে ফোন করে আপনার থেকে নানা তথ্য জানতেই পারে ৷ সাধারণ ফোনে প্রতারক নিজেকে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে পরিচয় দিয়ে আপনাকে বলতে পারে সিম কার্ডে কিছু সমস্যা রয়েছে, আপগ্রেড করার প্রয়োজন রয়েছে ৷ সেই ব্যক্তি আপনাকে ২০ সংখ্যার একটা সিম কার্ড নম্বরও ওই সময় এসএমএস করতে পারে ৷ মনে রাখবেন, ওই সিমের সমস্ত কন্ট্রোল কিন্তু প্রতারকেই হাতেই রয়েছে ৷

advertisement

প্রতারক আপনাকে বলতে পারে আপনার নম্বরটি পাঠাতে এবং ‘১’ টিপে এসএমএসে কনফার্ম করতে ৷ সে আপনাকে এমনও বলতে পারে যে নতুন সিম কার্ড ২৪ ঘণ্টার মধ্যেই আপনি পেয়ে যাবেন ৷ ততক্ষণ আপনার ফোন ডিঅ্যাক্টিভেট থাকবে ৷ আর যেই আপনি ‘১’ নম্বর প্রেস করবেন ৷ তৎক্ষণাতই আপনার সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ৷ আর তারপরেই আপনার সিম কন্ট্রোল করার সমস্ত অ্যাকসেস পেয়ে যাবে ওই প্রতারক ৷ আপনার ওই নম্বরের সঙ্গে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিঙ্কড সেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) জেনারেট করে আপনার ব্যাঙ্কের থেকে টাকা লোপাট করার সমূহ সম্ভাবনা তখন কিন্তু রয়েছে ৷ আপনার নিজের সিম যেহেতু ডিঅ্যাক্টিভেট করা রয়েছে ৷ তাই সেই সমস্ত লেনেদেনের কোনওরকম এসএমএস  অ্যালার্ট আপনি পাবেন না ৷

advertisement

জালিয়াতদের হাত থেকে বাঁচতে তাহলে কী করবেন ?

১. নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কখনই কাউকে জানাবেন না

২. মনে রাখবেন ব্যাঙ্কের কাছে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্যই রয়েছে, তাই কোনও ব্যাঙ্কের কর্মী  আপনাকে আপনাকে ফোন করে তথ্য চাইবেন না ৷

৩. অজানা ওয়েবসাইটগুলিতে আপনার মোবাইল নম্বর দেবেন না ৷

advertisement

৪. ফোনের মধ্যে কোনও সন্দেহজনক কিছু ঘটতে দেখলে আপনার মোবাইল সার্ভিস প্রোভাইডারকে জানান ৷

৫. কোনও এসএমএস অ্যালার্ট বা ওটিপি কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷

৬. নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট মাঝেমধ্যেই চেক করুন ৷

৭. ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ‘ইনস্ট্যান্ট অ্যালার্ট’ রেজিস্টার করুন ৷ তাহলে সবসময় নিজের অ্যাকাইন্টের সব তথ্য জানতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

৮. কেউ ফোন করে সিম ব্লক করার কথা বললে সেই ফোন কেটে দিন ৷ মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ার থেকে ফোন করছি বললেও পাত্তা দেবেন না ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘SIM Swap’ জালিয়াতি থেকে সাবধান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই লোপাট হতে পারে সব টাকা !