আরও পড়ুনঃ ঘটনার ঠিক পরের দিন কাকে ফোন করেছিল মনোজিৎ? কল ডিটেলসের রেকর্ডে ভয়ানক তথ্য!
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা ২৬ তারিখ রাতেই পুলিশ জানিয়েছে কলেজের ভাইস প্রিন্সিপালকে। পুলিশের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে ফোন করে কলেজ সিকিওর করার কথা বলা হয়েছিল। মঙ্গলবার, পরিচালন সমিতির বৈঠকে সদস্যদের জানান খোদ ভাইস প্রিন্সিপাল।
advertisement
পুলিশের তরফে তদন্ত করার জন্য যেহেতু গ্রাউন্ড ফ্লোর একাধিক জায়গা সিল করা হয়েছে তাই কলেজ আপাতত ছাত্র-ছাত্রীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ খুলে দিলে পুলিশি তদন্তে সমস্যা হতে পারে। আজ পরিচালন সমিতির বৈঠকে এমনটাই জানান ভাইস প্রিন্সিপাল বলেই সূত্রের খবর।
আজ পুলিশের তরফে কলেজ কর্তৃপক্ষকে গভর্নিং বডির বৈঠকের জন্য খুব কম সময় মঞ্জুর করায় বেশি আলোচনা হয়নি। মনোজিৎ মিশ্র এর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে ও যে অভিযোগগুলি জমা পড়েছে তা নিয়ে পরবর্তী গভর্নিং বডির বৈঠকে আলোচনা করা হবে। পরবর্তী গভর্নিং বডির বৈঠক শীঘ্রই ডাকা হবে। আজ পরিচালন সমিতির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রে এর খবর।